শরদ পাওয়ারকে আয়কর দফতরের নোটিশ, 'লাভ লেটার' পেয়েছি তোপ NCP সুপ্রিমোর
Connect with us

দেশের খবর

শরদ পাওয়ারকে আয়কর দফতরের নোটিশ, ‘লাভ লেটার’ পেয়েছি তোপ NCP সুপ্রিমোর

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ঘুরিয়ে খেলে মধ্যপ্রদেশ, কর্ণাটক, রাজস্থানের পর এবার মহারাষ্ট্রের অন্দরে প্রবেশ BJP-র। বৃহস্পতিবার রাতেই মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন একনাথ শিন্ডে।

শিন্ডের শপথ নেওয়ার ২৪ ঘণ্টা হতে না হতেই বৃহস্পতিবার রাতেই এনসিপি নেতা শরদ পাওয়ারকে নোটিশ পাঠিয়েছে আয়কর। নোটিশে ২০০৪,২০০৯,২০১৪ এবং ২০২০ সালের নির্বাচন সংক্রান্ত হলফনামার তথ্য চাওয়া হয়েছে। যা নিয়ে এদিন সকালে মুখ খোলেন NCP সুপ্রিমো শরদ পাওয়ার। তিনি বলেন, ”আয়কর দফতর থেকে প্রেমের চিঠি (Love Letter) পেয়েছি। যা নিয়ে আমি একটুও চিন্তিত নয়”।

পাওয়ার আরও বলেন, ”আমার কাছে গোপন কোনও তথ্য নেই। ইডি সবই জানে। যে যে সালের তথ্য চাওয়া হয়েছে আমি সেই সময় লোকসভা এবং রাজ্যসভার সদস্য ছিলাম।” এদিকে শুক্রবার দুপুরে ফের সঞ্জয় রাউতকে ইডির দফতরে তলব করা হয়েছে।

Advertisement

আরও পড়ুন: মহারাষ্ট্রে আবারও নাটক, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন দেবেন্দ্র ফড়নবীস!

প্রসঙ্গত, বৃহস্পতিবার দেবেন্দ্র ফড়নবিশকে উপ মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বৃহস্পতিবার বিকালে সাংবাদিক সম্মেলনে একনাথ শিন্ডের মুখ্যমন্ত্রী হওরার কথা ঘোষণা করেন ফড়নবিশ। যা রাজনৈতিক মহলের কাছে বড় চমক ছিল। গত কয়েকদিনের ঘটনার গতিপ্রকৃতিকে মোটামুটি নিশ্চিত ছিল মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন ফড়নবিশই।

আরও পড়ুন: মণিপুরে আবারও ধ্বস! মৃত অন্তত ৬, নিখোঁজ বহু

Advertisement

বৃহস্পতিবার বিকেলে পুরো ব্যাপারটাই উল্টে যায়। সাংবাদিক সম্মেলনে দেবেন্দ্র ফড়নবিশ মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে একনাথ শিন্ডের নাম ঘোষণা করেন। সেই সঙ্গে তিনি জানিয়ে দেন, মন্ত্রিসভাতেও থাকবেন না তিনি।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.