দেশের খবর
‘আপনার দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য দেশের পরিবেশ খারাপ করেছে’, নূপুর শর্মাকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত একমাস ধরে পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল গোটাদেশ। নূপুর শর্মা ইস্যুতে ক্ষোভের আগুনে জ্বলেছে দেশের একাধিক রাজ্য। এবার নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সুপ্রিম কোর্টের কাছে তীব্র তিরস্কারের শিকার হলেন বিজেপির প্রাক্তন জাতীয় মুখপাত্র নূপুর শর্মা।
জানা গিয়েছে, দেশের বিভিন্ন থানায় তাঁর নামে হওয়া মামলা দিল্লিতে স্থানান্তরের জন্য শুক্রবার সুপ্রিম কোর্টে যান নূপুর শর্মা। শীর্ষ আদালতের কাছে এই দাবি নিয়ে যেতেই তীব্র কটাক্ষের মুখে পড়েন তিনি। এদিন সুপ্রিম কোর্ট তাঁর (নূপুর শর্মা) মন্তব্যের জন্য অবিলম্বে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত বলে জানায়। একই সঙ্গে দেশের শীর্ষ আদালত বলে, ”আপনার মন্তব্য দায়িত্বজ্ঞানহীন। আপনার জন্য দেশের পরিবেশ খারাপ হয়েছে। অনেক দেরীতে আপনি ক্ষমা চেয়েছেন। আপনার উচিত ছিল আরও আগে ক্ষমা চাওয়া”।
এদিকে নূপুর শর্মার আর্জি নাকচ করে দিয়ে তাঁকে হাইকোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবার নূপুর শর্মা ইস্যুতে তাঁকে হাইকোর্টে যেতে বলল শীর্ষ আদালত।
আরও পড়ুন: শরদ পাওয়ারকে আয়কর দফতরের নোটিশ, ‘লাভ লেটার’ পেয়েছি তোপ NCP সুপ্রিমোর
প্রসঙ্গত, গত ২৬ মে একটি টিভি ডিবেট শো’তে অংশ নিয়ে নবী সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন বিজেপির জাতীয় মুখপাত্র নূপুর শর্মা। তাঁর এই মন্তব্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই দেশজুড়ে ছড়িয়ে পড়ে বিতর্কের আগুন।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে ধাক্কা শিবসেনার, বিক্ষুদ্ধ বিধায়কদের পদ খারিজের আর্জিতে সায় দিল না আদালত
শুধু তাই নয়, চাপের মুখে পড়ে তড়িঘড়ি নূপুর শর্মাকে জাতীয় মুখপাত্রের পদ থেকে বরখাস্ত করে BJP। যদিও তাতেও থামেনি বিক্ষোভের আঁচ। প্রকাশ্যে নূপুর শর্মাকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে দেশের একাধিক রাজ্যে ছড়িয়ে পড়ে অশান্তি। এমনকি যার রেশ এসে পড়ে এ বাংলাতেও।