দেশের খবর
ওমিক্রনে আক্রান্ত কলকাতা মেডিক্যাল কলেজের এক জুনিয়র চিকিৎসক!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গোটা বিশ্ব, দেশের সঙ্গে বাংলাতেও ক্রমশ বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা। এবার ওমিক্রনে আক্রান্ত হলেন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের এক জুনিয়র চিকিৎসক। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ওই জুনিয়র চিকিৎসককে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে ওই চিকিৎসকের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন বেলেঘাটা আইডি হাসপাতালের উপাধ্যক্ষ চিকিৎসক আশিস মান্না। জানা গিয়েছে, ওই জুনিয়র চিকিৎসক কলেজ হস্টেলেই থাকেন। কয়েক দিন আগেই তাঁর জ্বর আসে। তখন কোভিড পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে।
তার পরই ওই চিকিৎসকের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়। তাতে জানা যায় ওই চিকিৎসক ওমিক্রনে আক্রান্ত। তবে উদ্বেগের বিষয় হল, ওই চিকিৎসক সম্প্রতি বিদেশ ভ্রমণ করেননি। তার পরেও তিনি কী করে সংক্রমিত হলেন বা তিনি কোনও বিদেশ থেকে আসা ব্যক্তির সংস্পর্শে এসে ছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।