দেশের খবর
দেশে আবার বাড়ল করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সারা বিশ্ব জুড়ে আতঙ্কের নাম ওমিক্রন এবং করোনা। আফ্রিকায় শুরু হয় ওমিক্রন। তার পর সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনার নতুন প্রজাতি। ওমিক্রন আতঙ্কের মধ্যেই বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। একদিকে যেমন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা তেমনই বাড়ছে মৃত্যুর সংখ্যা।
ঠিক একই রকম ভাবে দেশেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে গতকাল আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে ছিল। কিন্তু গত ২৪ ঘন্টায় দেশে অনেকটাই বাড়ল করোনা আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। তবে সংক্রমণ বাড়লেও সংখ্যাটা তিন লাখের নিচেই রয়েছে। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮৫ হাজার ৯১৪ জন। মঙ্গলবার, সংক্রমিত হয়েছিলেন ২ লক্ষ ৫৫ হাজার ৮৭৪ জন। অর্থাৎ শেষ ২৪ ঘণ্টায় সংক্রমণ বেড়েছে প্রায় ৩০ হাজার। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪ কোটি ৮৫ হাজার ১১৬ জন। সংক্রমণ বাড়ায় বেড়েছে দৈনিক সংক্রমণের হারও।
গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণের হার ছিল ১৬.১৬ শতাংশ। সংক্রমণের পাশাপাশি বেড়েছে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬৬৫ জনের। মঙ্গলবার সেই সংখ্যাটা ছিল ৬১৪। এখনও পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৯১ হাজার ১২৭ জন। গত এক দিনে দেশে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৯৯ হাজার ৭৩ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগী রয়েছেন ২২ লক্ষ ২৩ হাজার ১৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৭ লক্ষ ৬৯ হাজার ৭৪৫টি। এখনও পর্যন্ত দেশে টেস্ট হয়েছে মোট ৭২ কোটি ৫ লক্ষ ৭২ হাজার ১৭৮ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ৫৯ লক্ষ ৫০ হাজার ৭৩১ জন। এখনও পর্যন্ত দেশে টিকাকরণ হয়েছে মোট ১৬৩ কোটি ৫৮ লক্ষ ৪৪ হাজার ৫৩৬ জনের।