দেশের খবর
লালগড়ে কংসাবতীর চর থেকে উদ্ধার হরিণ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শনিবার সকালে ঝাড়গ্রাম জেলার লালগড় থানার বালিশিরা এলাকায় কংসাবতী নদীর চরে স্থানীয় বাসিন্দারা হঠাৎ একটি হরিণকে দেখতে পান। এই খবর ছড়িয়ে পড়তেই হরিণ দেখতে নদীর চরে ভিড় জমে যায়। স্থানীয় বাসিন্দারাই ফোন করে লালগড় থানা ও বন দফতরের লালগড় রেঞ্জের আধিকারিককে বিষয়টি জানায়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও বন দফতরের কর্মীরা। ঘটনাস্থলে গিয়ে বন দফতরের কর্মীরা পুলিশের সহযোগিতায় হরিণটিকে ঝাড়গ্রাম ডিয়ার পার্ক এনে চিকিৎসা শুরু করে। হরিণটি সুস্থ রয়েছে বলেই বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে। হরিণটিকে ঝাড়গ্রাম ডিয়ার পার্কে রাখা হবে বলে বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।
বালিশিরা গ্রামের বাসিন্দা সৈকত জানা জানিয়েছেন, খাবারের সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে হরিণটি লোকালয়ে চলে এসেছিল। এর আগে এই এলাকায় হরিণ কোনদিন আসেনি বলেই দাবি এলাকাবাসীর। তাই প্রথমবার এলাকায় হরিণ দেখতে পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা। হরিণটিকে উদ্ধার করতে বন দফতরকে সাহায্যও করেন তাঁরা।