দেশের খবর
ভবিষ্যতে আপনার হার্ট অ্যাটাক হবে কিনা তা এখনই জানতে পারবেন এই এ আই ( AI)এর ফিচার্ডের সাহায্যে
আপনার শরীরের রোগ ধরবার জন্য হাসপাতালে যাওয়ার কোন প্রয়োজন নেই, নতুন একটি এআই (a.i) ফিচার্ড নিয়ে আসতে চলেছে গুগল ( Google)

বেঙ্গল এক্সপ্রেস: বিশ্ব পরিবর্তনে এ.আই (A.I) এর অবদান সত্যিই অনস্বীকার্য। যেই গতিতে এ আই এগিয়ে চলেছে, তাতে পৃথিবীর পরিবর্তনে বেশি কিছু সময় লাগবে না। এ আই এর দ্বারা অনেক ফিচার্ড এতদিনে লঞ্চ হয়ে গিয়েছে। আর সেইসব ফিচার্ড দিয়ে মানুষ অনেক উপকার ও পেয়েছে। তেমনি এইবার আরো একটি এআই (a.i) ফিচার্ড নিয়ে আসতে চলেছে গুগল ( Google)।
জানা গিয়েছে যে এখন আপনার শরীরের রোগ ধরবার জন্য হাসপাতালে যাওয়ার কোন প্রয়োজন নেই। আর তার পাশাপাশি এক্সরে ব্লাড টেস্ট প্রভৃতি আরো বিভিন্ন টেস্ট যার মাধ্যমে আপনার শরীরে কোন রোগ আছে কিনা সেটি জানবার জন্য টেস্ট করাবার আর প্রয়োজন নেই। কারণ google এমন এক এআই ফিচার্ড নিয়ে আসতে চলেছে সেই প্রযুক্তির মাধ্যমে আপনার শরীরে কি ধরনের রোগ আছে এবং সেই রোগ থেকে নিরাময় পাওয়ার জন্য কি কি কাজ করা দরকার তো সবকিছুই সেই এআই ফিচার্ড আপনাকে বলে দিবে। যদি আপনার ব্লাড প্রেসার এবং হার্ট অ্যাটাক, সুগার প্রভৃতি সবকিছুই জানা যাবে, শুধুমাত্র আপনার চোখ স্ক্যান করে।
আরও পড়ুনযন্ত্রণা সহ্য না করতে পারায় “ইচ্ছামৃত্যুর” আবেদন জানালেন, অস্ট্রেলিয়ার এক যুবতি
এখন হয়তো আপনার মনে এই প্রশ্ন আসতেই পারে যে শুধুমাত্র চোখ স্ক্যান করে কি করে সম্ভব রোগ ধরা, এই বিষয়ে বলে রাখি যে, আপনার চোখের রেটিনার যতগুলি রগ আছে এবং রক্তনালী রয়েছে সেই সব স্ক্যান করেই বোঝা যায় যে আপনার শরীরে কোন রোগ আছে কিনা। আর এই ফিচর্ড তো একটু বেশি আপগ্রেড কারণ আপনার পাঁচ বছর পর যদি হার্ট অ্যাটাক আসবার সম্ভাবনা থাকে তাহলে সেটা আপনি পাঁচ বছর আগেই এই এ আই এর মাধ্যমে জেনে যেতে পারেন। সেই আগামী হার্ট অ্যাটাক কে রুখবার জন্য আপনার যা যা করণীয় সবকিছু বলে দিবে এই এ.আই (AI)।