অফিসে লিঙ্গ বৈষম্যের অভিযোগ, মহিলা কর্মীদের ক্ষতিপূরণ দিল Google
Connect with us

আন্তর্জাতিক

অফিসে লিঙ্গ বৈষম্যের অভিযোগ, মহিলা কর্মীদের ক্ষতিপূরণ দিল Google

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিশ্বের বৃহত্তম টেক জায়ান্ট সংস্থা Google-এর বিরুদ্ধে এবার উঠল লিঙ্গ বৈষ্যমের অভিযোগে। সংস্থার পুরুষ কর্মচারীদের তুলনায় মহিলা কর্মচারীদের দেওয়া হচ্ছে কম বেতন। শুধু তাই নয়, এমনকি সংস্থার তরফে পুরুষ কর্মীদের থেকে মহিলাদের অপেক্ষাকৃত নিম্ন পদে নিয়োগ করা হয়।

এই বিষয়ে শুক্রবার গুগলের ‘law firms Lieff Cabraser Heimann & Bernstein LLP and Altshuler Berzon LLP’ এর তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, গত ২০১৩ সাল থেকে গুগলে কর্মরত ১৫ হাজার ৫০০ মহিলা কর্মীদের ১১ কোটি ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে গুগলের বিরুদ্ধে ওঠা যাবতীয় মামলার নিস্পত্তি করতে সম্মত হয়েছে তাঁরা। এছাড়াও কোনও রকম আইনি ঝামেলা ছাড়াই তৃতীয় পক্ষের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে গুগল।

আরও পড়ুন: চিনে বাড়ছে করোনার দাপাদাপি, পানশালায় গিয়ে Covid সংক্রামিত ১৬৬

Advertisement

এই বিষয়ে আন্তর্জাতিক এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে গুগল জানিয়েছে, ”আমরা লিঙ্গ সমতার পক্ষেই। আমাদের নীতিগুলিও সমতা বজায় রাখার পক্ষেই। প্রায় পাঁচ বছর ধরে মামলা চলার পর উভয় পক্ষই সম্মত হয়েছে কোনও প্রকার স্বীকারোক্তি এবং অনুসন্ধান ছাড়াই সবার স্বার্থ রক্ষায় সম্মত হয়েছে।

আরও পড়ুন: রুশ-ইউক্রেন দ্বন্ধে বন্ধ হয়ে গিয়েছিল ব্যবসা, রাশিয়ায় নতুন নামে MacDonalds

উল্লেখ্য, ২০১৭ সালে গুগলের বেশকিছু মহিলা কর্মচারী সানফ্রান্সিকোর আদালতে কম বেতন, লিঙ্গ বৈষম্য এবং তাঁদের সঙ্গে খারাপ আচরণ করা নিয়ে মামলা দায়ের করেছিল। ২০২১ সালে সেই মামলার বিচারে গুগল তাঁদের সংস্থার মোট ১৫ হাজার ৫০০ জন মহিলা কর্মচারীদের ক্ষতিপূরণ বাবদ ১১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার মিটিয়ে দিতে সম্মত হয়। আর তারপরই এদিনই প্রকাশ্যে আসে Google-এর এই সিদ্ধান্তের কথা।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.