ভাইরাল খবর
আপনার মধ্যে কি রয়েছে, হার্ট অ্যাটাকের লক্ষণ গুলি?
একজন পুরুষের হার্ট অ্যাটাকের সময় যে লক্ষণ গুলো দেখা যায়, নারীর ক্ষেত্রে সেই লক্ষণ গুলো নাও দেখা দিতে পারে

বেঙ্গল এক্সপ্রেস: সাধারণত মেয়েদের হার্ট অ্যাটাক ছেলেদের হার্ট অ্যাটাকের তুলনায় অনেক আলাদা রকম হয়ে থাকে। একজন পুরুষের হার্ট অ্যাটাকের সময় যে লক্ষণ গুলো দেখা যায়, নারীর ক্ষেত্রে সেই লক্ষণ গুলো নাও দেখা দিতে পারে। হার্ট বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, নারীদের হার্ট অ্যাটাকের লক্ষণ গুলির মধ্যে বেশি দেখা যায়-
১) ঠিকমতো ঘুমোতে না পারা। ঘুমানোর সময় বিভিন্ন অসুবিধা তৈরি হওয়া। এক কথায় বলা যায় যে শান্তিতে না ঘুমাতে পারা হার্ট অ্যাটাকের একটি লক্ষণ।
২) কোন কারন ছাড়াই মানুষের চাপ বেড়ে যাওয়া।
৩) ঠিকমতো হজম না করতে পারা এবং সব সময় বমি বমি ভাব থাকাটাও আপনার হার্ট অ্যাটাকের লক্ষণও হতে পারে।
৪) শ্বাস ছোট হয়ে যাওয়া।
৫) ঠান্ডা, জ্বর, সর্দি ও কাশি সব সময় শরীরে থাকাটাও কিন্তু এক ধরনের লক্ষণ।
৬) গা-হাত-পা ব্যথা করা যেমন, ঘার, পিঠ চোয়াল হাত এবং পা ধীরে ধীরে সারা শরীর শুদ্ধ ব্যথা ছড়িয়ে পড়া হার্ট অ্যাটাকের লক্ষণ।
আপনার যদি এই লক্ষণগুলো থাকে তাহলে খুব শীঘ্রই বিশেষজ্ঞদের পরামর্শ নিন এবং হার্ট অ্যাটাক এর মত মরণ ছোবলের হাত থেকে বাঁচুন।