বিয়ের পর মহিলারা গুগলে সব থেকে বেশি কী সার্চ করেন! প্রকাশ্যে এল রিপোর্ট
Connect with us

লাইফ স্টাইল

বিয়ের পর মহিলারা গুগলে সব থেকে বেশি কী সার্চ করেন! প্রকাশ্যে এল রিপোর্ট

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ছেলেরা বিয়ের আগে বা পরের বিভিন্ন ইচ্ছা বা বিষয় নিয়ে বন্ধুবান্ধবদের সঙ্গে আলোচনা করে থাকে। কিন্তু মেয়েরা সেক্ষেত্রে কিছুটা আত্মসঙ্কোচে ভোগে। বিয়ের পর তো সেটা আরও বেশি হয়। এমনিতেই বিয়ের পর মেয়েদের জীবন পুরোপুরি বদলে যায়। সম্পূর্ণ নতুন পরিবেশ, নতুন মানুষজন। তাই সেই সময় নানান প্রশ্ন উঁকি দেয়। কিন্তু সেই প্রশ্নগুলো তারা কাকে করবে বুঝে উঠতে পারেনা। আর বুঝলেও করতে পারে না। তাই তারা গুগলের শরণাপন্ন হয়। অবিবাহিত মেয়েদের ক্ষেত্রেও মনে কোনও প্রশ্ন এলে তারা গুগলে সার্চ করে। সম্প্রতি গুগল সার্চের একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। আর তা সামনে আসার পরই রীতিমতো হইচই পড়ে গিয়েছে।

গুগলের প্রকাশিত সেই রিপোর্টে দেখা গিয়েছে, বিবাহিত মহিলারা প্রথমেই সব থেকে বেশি যেটা সার্চ করেন, তা হল স্বামীর পছন্দ। বিয়ের পর প্রত্যেকটি মেয়েরই প্রথম প্রশ্নটাই থাকে সে তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনের কীভাবে মন জয় করবে। সেই সঙ্গে স্বামীর পছন্দ-অপছন্দের বিষয়টিও জানতে চায় তারা। তারপরও বিবাহিত মহিলাদের গুগল সার্চ হিস্ট্রিতে স্বামীদের মন জয় করার উপায়ও পাওয়া যায়।

গুগলের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, কীভাবে স্বামীকে হাতে রাখা যায়, তা সার্চ করতে দেখা গিয়েছে। সেইসঙ্গে, কীভাবে স্বামীকে নিজের সঙ্গে সহমত করা যায়, সেই বিষয়েও সার্চ করে থাকেন বিবাহিত মহিলারা। গুগলের রিপোর্ট বলছে, ফ্যামিলি প্ল্যানিং নিয়েও বিবাহিত মহিলারা বেশি সার্চ করেন। কোন সময় সন্তান ধারণ করা উচিত, তার জন্য কী কী ভাবতে হবে এবং করতে হবে, তাও সার্চ করে থাকেন তাঁরা। শুধু তাই নয়, স্বামীর স্বাস্থ নিয়েও গুগলে সার্চ করতে দেখা গিয়েছে মহিলাদের।

Advertisement

বিয়ের পর প্রত্যেক মহিলাকেই তাঁর শ্বশুরবাড়িতে নিজের ব্যবহারের ওপর বাড়তি নজর দিতে হয়। কীরকম ব্যবহার করলে তাঁর পরিবারের সকলে খুশি হবেন, তাঁকে সকলে পছন্দ করবেন, সেই উত্তর জানতেও বিবাহিত মহিলারা গুগলের দ্বারস্থ হয়ে থাকেন। এছাড়াও সংসারের দায়িত্ব কীভাবে নিতে হবে, পারিবারিক বিভিন্ন খুঁটিনাটি বিষয় কীভাবে সামলাবে, পানি ও মহিলারা সার্চ করেন বলে গুগলের রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.