দেশের খবর
Viral Video: ‘প্রতিদিন মাকে হাসানোর চেষ্টা করো’, কালামের পুরোনো ভিডিয়ো দেখে আপ্লুত নেটিজেনরা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ‘স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন’। তাঁর কথা মনে পড়লে শুধু এই শব্দটাই যেন প্রতিধ্বনিত হয়। আর তাই বোধহয় মৃত্যুর সাতবছর পরও তাঁর স্মৃতি আজও টাটকা আমাদের কাছে।
APJ Abdul Kalam নামটা শুনলেই সবার আগে ভেসে ওঠে একটা হাসিখুশি প্রানোচ্ছ্বল মুখের ছবি। পরমাণু বিজ্ঞানী ছাড়াও তাঁর ছিল আরও একটি পরিচয়। আর সেটা হল ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি। ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন তিনি। আজ বুধবার তাঁর সপ্তমবর্ষ মৃত্যুদিবস।
তাঁর মৃত্যুদিনে তাঁরই বলা একটি সুন্দর ভিডিয়ো ক্লিপিংস টুইটারে শেয়ার করেছেন IAS অফিসার অবনীশ শরণ। তিনি প্রায়ই এমন বিষয়বস্তু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন যা চিন্তা-উদ্দীপক এবং তাৎক্ষণিকভাবে আপনার মুখে হাসি আনতে পারে। ২৭ জুলাই, তিনি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের একটি ক্লিপ শেয়ার করেছেন। সংক্ষিপ্ত ভিডিয়োতে দেখা গিয়েছে, কালাম মায়েদের সম্পর্কে কথা বলেছেন। এবং কীভাবে আমাদের সর্বদা তাঁদের মুখে হাসি ফোটানো যায় তার চেষ্টা করা উচিত।
Make Your Mother Smile Daily.❤️ pic.twitter.com/TUR7kziXNL
— Awanish Sharan (@AwanishSharan) July 27, 2022
অবনীশ শরণের শেয়ার করা ভিডিয়োতে আরও দেখা গিয়েছে, কালামকে বিশাল জনতার সামনে ভাষণ দিচ্ছেন। বক্তৃতা দেওয়ার সময় তিনি জনগণকে তাঁদের নিজেদের মাকে প্রতিদিন হাসানোর আহ্বান জানান।
আরও পড়ুন: খাবার মুখে তুলতেই মাথায় হাত, কেন জানেন…
তিরুপতিতে একটি সভায়, তিনি শিশুদের সাধারণত ২০ বছরের কম বয়সী কিশোর কিশোরীদের এই কথা বলেছিলেন। যদিও বড়রাও এই শপথ নিতে পারবেন বলে সেদিন তিরুপতির ওই সভাস্থল থেকে সেকথাও জানিয়েছিলেন কালাম।
অবনীশ শরণের শেয়ার করা এই ভিডিয়ো মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়। ৪০ হাজার ভিউজ সহ ভাইরাল হয়েছে। ভিডিয়োটি দেখার পরে নেটিজেনরা কালামের স্মৃতিচারণ করে তাঁকে প্রশংসার বন্যায় ভরিয়ে দেন। শুধু তাই নয়, ভিডিয়োটি দেখার পর এক ব্যবহারকারী টুইটারে লেখেন, “জনগণের রাষ্ট্রপতি। আমরা আপনাকে ভালোবাসি কালাম স্যার”। অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “তিনি যে উদ্যমের সাথে যা বলতে চান তা প্রকাশ করেন যা সবচেয়ে অনুপ্রেরণাদায়ক।
আরও পড়ুন: গোঁফ দিয়ে যায় চেনা! দেখুন তো এই মহিলাকে চেনেন নাকি….
তাহলে আর কী ভাবছেন? আপনিও একবার দেখে নিন মন ভালো করা সেই ভাইরাল ভিডিয়োটি। যা প্রতিটা মানুষের জীবনেই প্রাসঙ্গিক…
আরও পড়ুন: BJP: বিজেপির সহ সভাপতির বিরুদ্ধে পতিতালয় চালানোর অভিযোগ, গ্রেফতার নাটের গুরু
আরও পড়ুন: Extramarital Affair: দেওরের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক, গ্রেফতার ৪
আরও পড়ুন: Kerala: লকডাউনে বাড়ি বসে বানিয়েছিলেন প্লেন, নিজের প্লেনেই সপরিবারে ইউরোপ সফরে যুবক