দেশের খবর
উত্তর প্রদেশে প্রথম দফায় ভোটগ্ৰহণ শুরু

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সারা দেশের মানুষের নজর রয়েছে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে। কারণ ভারতের রাজনিতীতে প্রচলিত আছে উত্তর প্রদেশ যার দিল্লি তার। ফলে সমস্ত রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়েছে। বিজেপি চাইবে পুণরায় ক্ষমতা দখল করতে।
অপরদিকে সমাজবাদী পার্টি, কংগ্রেস, বহুজন সমাজ বাদী পার্টি সব রাজনৈতিক দলই চেষ্টা করছে ক্ষমতা দখলের। সমাজবাদী পার্টি সভাপতি অখিলেশ যাদবকে সামনে রেখেই লড়াই করছে। সমাজবাদী পার্টি প্রচারে ঝড় তুলতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গিয়েছে। শাসক দল বিজেপি আশাবাদী ক্ষমতা ধরে রাখার জন্য।
বৃহস্পতিবার শুরু হয়েছে যোগী রাজ্যে প্রথম দফায় ভোটগ্রহণ। আজ উত্তরপ্রদেশের ৫৮টি আসনে ভোট হচ্ছে। ৪০৩ আসন বিশিষ্ট উত্তরপ্রদেশ বিধানসভায় মোট সাত দফায় নির্বাচন হবে। সেই সাত দফা ভোটের মধ্যে এদিনই প্রথম দফা। মোট ১১টি জেলায় ভোট হচ্ছে আজ। সকাল সাতটা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।