দেশের খবর
আগামীকাল উত্তর প্রদেশে চতুর্থ দফার নির্বাচন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাশিয়ার আক্রমণে ছন্নছাড়া ইউক্রেন। সারা বিশ্বের নজর যখন ইউক্রেন এবং রাশিয়ার দিকে। ঠিক সেই সময় দেশের মানুষের নজর রয়েছে একদিকে যেমন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের দিকে ঠিক তেমন ভাবে রয়েছে উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের দিকে।
কারণ ভারতের রাজনিতীতে প্রচলিত আছে উত্তর প্রদেশ যার দিল্লি তার। সেই কারণেই উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। উত্তর প্রদেশের পাশাপাশি রয়েছে পশ্চিমবঙ্গের পৌরসভা নির্বাচন। রবিবার রাজ্যের পৌরভোটের পাশাপাশি উত্তরপ্রদেশে চতুর্থ দফার বিধানসভা নির্বাচন হতে চলেছে। জাতীয় রাজনীতিতে উত্তরপ্রদেশের নির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবারের ভোট পর্বে উত্তরপ্রদেশের একাধিক হেভিওয়েট নেতার ভাগ্য পরীক্ষা হতে চলেছে। যার মধ্যে রয়েছেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। রবিবার সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভোট গ্রহণ হবে বলে জানা গিয়েছে। উত্তরপ্রদেশের ১২টি জেলার ৬১টি আসনে এই ভোটগ্রহণ পর্ব হবে। স্বাভাবিকভাবেই উত্তরপ্রদেশের চতুর্থ দফা ভোটগ্রহণ নিয়ে কৌতুহল বাড়ছে জাতীয় রাজনীতিতে।