বাংলার খবর
২ হাজার উদ্বাস্তু পরিবারের হাতে জমির মালিকানা তুলে দেবেন মুখ্যমন্ত্রী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্যের প্রায় ২ হাজার যোগ্য উদ্বাস্তু পরিবারের হাতে উদ্বাস্তু কলোনির জমির মালিকানা তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ১০ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই ‘ফ্রি হোল্ড টাইটেল ডিড’ তুলে দেওয়া হবে। এর ফলে পরিবারগুলি যে জমিতে বসবাস করছেন তার মালিকানা পেয়ে যাবেন।
২০১৯ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছিলেন, বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের হাতে কলোনির জমির স্বত্ত্ব তুলে দেওয়া হবে। প্রথম দফায় ৯৪টি কলোনির বাসিন্দাদের জমির অধিকার দেওয়া হয়েছে। জেলা সফরে গিয়েও মুখ্যমন্ত্রী এই ধরণের ‘ফ্রি হোল্ড টাইটেল ডিড’ তুলে দিয়েছেন। কিন্তু অতিমারী সহ বিভিন্ন কারণে এই কাজ আটকে গিয়েছিল।
এবার ভূমি ও উদ্বাস্তু পুনর্বাসন দফতর থেকে রাজ্যের সীমান্তবর্তী ১৩টি জেলার বাসিন্দারা যাতে জমির অধিকার পান তার ব্যবস্থা করা হয়। সেই মতো আজ মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বাস্তু পরিবারগুলোর হাতে জমির স্বত্ত্ব তুলে দেবেন। শুধু রাজ্য সরকারের অধীনে থাকা জমিতে নয়, কেন্দ্রীয় সরকারের জমিতেও বেশ কিছু উদ্বাস্তু কলোনি গড়ে উঠেছে। কিছু কলোনি তৈরি হয়েছে ব্যক্তিগত মালিকানাধীন জমিতেও। সেই জমির অধিকারও যাতে বাসিন্দারা পান, মুখ্যমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা নিচ্ছে ভূমি ও উদ্বাস্তু পুনর্বাসন দফতর।