দেশের খবর
Big Breaking: হিমাচলে রোপওয়ে বিভ্রাট, মাঝ আকাশে আটকে পর্যটকরা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ঝাড়খণ্ডের দেওঘরের স্মৃতি ঝাপসা হতে না হতেই ফের রোপওয়ে বিভ্রাটের খবরে আতঙ্ক ছড়াল। হিমাচল প্রদেশের সোনেওয়ালের কাছে মাঝ আকাশে রোপওয়েতে আটকে পড়েছেন ৮ পর্যটক। তাঁদের উদ্ধারে ইতিমধ্যে হেলিকপ্টার পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, সোমবার দুপুরে হিমাচল প্রদেশের Parwanoo-এর কাছে যান্ত্রিক ত্রুটির কারণে আচমকা মাঝ আকাশে আটকে পড়ে একটি রোপওয়ে। আটকে পড়া পর্যটকদের উদ্ধারে নেমেছে হেলিকপটার। এদিন সোলানের কাছে পোরওয়ানে আটকে থাকা ৮ পর্যটকদের মধ্যে আপাতত ৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Agnipath: বিক্ষোভে উত্তাল দেশ, জারি হল অগ্নিবীরদের নিয়োগ বিজ্ঞপ্তি
জানা গিয়েছে, এই মুহুর্তে টিম্বার ট্রেইল অপারেটরদের একটি প্রযুক্তিগত দল মোতায়েন করা হয়েছে। এছাড়াও পুলিশের একটি দল বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। দুর্ঘটনাগ্রস্ত ওই রোপওয়ের মধ্যে মোট ১১ জন পর্যটক ছিলেন। এই বিষয়ে পারোওয়ানের এক কর্মকর্তা ছাত্তার সিং জানিয়েছেন, টিম্বার ট্রেইল প্রাইভেট রিসোর্টের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।