উত্তরাখণ্ডে রাস্তা পিছলে নদীতে পড়ল গাড়ি, মৃত ৯
Connect with us

দেশের খবর

উত্তরাখণ্ডে রাস্তা পিছলে নদীতে পড়ল গাড়ি, মৃত ৯

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গন্তব্যে যাওয়ার আগে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে গাড়ি। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের। আহত ২। তাদের মধ্যে এক নাবালিকাও রয়েছে। দু’জনকে উদ্ধার হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার ভোরের দিকে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের নৈনিতালের রামনগরে। একটি এরটিগা গাড়ি নদীতে পড়ে গেলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে প্রাণ হারান ৯ জন। আহত আরও ২। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ওই Ertiga গাড়িতে মোট ১১ জন যাত্রী ছিলেন।

আরও পড়ুন: বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেশ ছাড়ার ইঙ্গিত মহুয়ার!

Advertisement

সংবাদ সংস্থা ‘ANI’ সূত্রে খবর ওই গাড়িতে মোট ১১ জন যাত্রী ছিলেন। তাঁরা প্রত্যেকেই করবেট ন্যাশনাল পার্কের দিকে যাচ্ছিলেন। এদিন ভোর ৫’টা নাগাদ রামনগর দিয়ে যাওয়ার পথে রাস্তায় স্লিপ কেটে গাড়িটি সোজা গিয়ে ঢেলা নদীতে পড়ে। ঘটনায় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয়দের সাহায্যে ৯ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বাকি দু’জন জীবিত থাকলেও তাদের অবস্থা গুরুত্বর। আশঙ্কাজনক অবস্থায় তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন: দ্বিতীয়বার সাত পাকে বাঁধা পড়লেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান

এদিকে সাতসকালে মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। এদিন সকালে তিনি টুইট করে বলেন, ”আজ সকালেই ঢেলা নদীতে গাড়ি দুর্ঘটনার খবর পেয়েছি। খুবই দুঃখজনক ঘটনা। ঘটনায় ৯ জন মারা গিয়েছেন। মৃতদের আত্মার শান্তি কামনা করছি এবং তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি”।

Advertisement