দেশের খবর
মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচলপ্রদেশ, মৃত ১ নিখোঁজ ৬

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: টানা বৃষ্টিতে বিপর্যস্ত অবস্থা হিমাচল প্রদেশের। একনাগাড়ে বৃষ্টির জেরে হড়পা বানে ভেসে গিয়ে এখনও পর্যন্ত নিখোঁজ ৬ জন। মৃত্যু হয়েছে ১ জনের।
জানা গিয়েছে, প্রবল বৃষ্টি কারণে কুল্লু জেলার মালানা এবং মণিকরণ অঞ্চল রাজ্যের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। নিখোঁজদের উদ্ধার কাজ চলছে জোরকদমে। এখনও পর্যন্ত এই জেলায় ছয়জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জেলা প্রশাসন। সূত্রের খবর, মৌসম ভবনের তরফে রাজ্যের সমতল, নিম্ন এবং মধ্য-পাহাড়ের বিভিন্ন জায়গায় বজ্রঝড় এবং বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। রাজ্যের উঁচু পাহাড়ে বজ্রপাত ও বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
গত কয়েদিন ধরে টানা বৃষ্টি চলছে হিমাচলপ্রদেশের (Himachal Pradesh Heavy Rainfall) বেশ কয়েকটি অংশে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কুলু জেলার একাধিক স্থান। হঠাৎ মেঘভাঙা বৃষ্টির জেরে জলস্তর বেড়ে যায় বেশ কয়েকটি নদীর।
আরও পড়ুন: ‘মা কালীকে’ নিয়ে বিতর্কিত মন্তব্য, টুইটারে মহুয়া মৈত্রকে আনফলো করল TMC
এর ফলে হড়পা বানে কুলু জেলার একাধিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জলের তোড়ে বাড়ি-ঘর, গাড়ি তলিয়ে যাওয়ার খবর মিলেছে। ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিললেও, এখনও পর্যন্ত প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে।
টানা বৃষ্টির সঙ্গে দোসর হয়েছে হড়পা বান। ফলে চাষের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় এবং দুর্গতদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরকে। উদ্ধার কাজে হাত মিলিয়েছে স্থানীয় প্রশাসনও।
আরও পড়ুন: নুন-আদা-রসুন-লঙ্কা দিয়ে মাখা পিঁপড়ের চাটনি! পেতে পারে জিআই তকমা
কুলু জেলার পুলিশ সুপার গুরুদেব শর্মা জানিয়েছেন, আচমকা হড়পা বানে চারজন নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। বন্যার ফলে সাতটি ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। ক্ষতি হয়েছে তিনটি সরকারি প্রকল্পের কাজও।