৫৭ তেই থেমে গেল জীবনপ্রদীপ, চিরঘুমে অভিষেক চট্টোপাধ্যায়
Connect with us

বিনোদন

৫৭ তেই থেমে গেল জীবনপ্রদীপ, চিরঘুমে অভিষেক চট্টোপাধ্যায়

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মাত্র ৫৭ বছরেই থেমে গেল জীবনের গতি। প্রয়াত টলিউডের কিংবদন্তী অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। প্রিয় অভিনেতার আকস্মিক প্রয়াণে শোকে বিহ্বল টলিপাড়া। অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের এই অকাল প্রয়াণ মেনে নিতে পারছেন না তাঁর সহকর্মীরা।

জানা গিয়েছে, বুধবার রাতে টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’র শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিষেক। শ্যুটিংয়ের মাঝেই অসুস্থবোধ করায় রাতেই বাড়ি ফিরে আসেন অভিনেতা। ঘুমের মধ্যেই বুধবার রাত ১.৪০ মিনিট নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। এদিকে প্রিয় অভিনেতার মৃত্যুর খবর আসতেই শোকের ছায়া নেমে আসে টলিউডে। তাঁর এই অকাল প্রয়াণে কান্নায় ভেঙে পড়েন অভিষেকের একাধিক ছবির নায়িকা শতাব্দী রায়।

আরও পড়ুন: ছবির প্রমোশনে তিলোত্তমায় ‘Team RRR’

Advertisement

জানা গিয়েছে, ১৯৮৬ সালে ‘পথভোলা’ ছবির মধ্য দিয়েই অভিনয় জগতে প্রথম পা রাখেন অভিষেক চট্টোপাধ্যায়। এরপর একাধিক ছবিতে যেমন প্রধান চরিত্রে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে তেমনই পার্শ্বচরিত্রে অভিনয়েও দর্শকদের মন জিতেছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক বহু প্রশংসিত ছবি।

আরও পড়ুন: মাত্র ২৪-এ না ফেরার দেশে চলে গেলেন ‘গাল্লিবয়’ খ্যাত র‍্যাপার ধর্মেশ

বাংলা সিনেমার জগতে তাঁর সমকালীন অভিনেতা রঞ্জিত মল্লিক, তাপস পাল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ মিঠুন চক্রবর্তীর সঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। অভিনয়ের সঙ্গে নাচেও সমান পারদর্শী ছিলেন তিনি। তাঁর অসামান্য অভিনয় দক্ষতার জেরে জীবনে আর কোনওদিনও তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি।

Advertisement