অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকবার্তা জানিয়ে টুইট মুখ্যমন্ত্রীর, প্রিয় তারকার স্মৃতিচারণায় টলিপাড়া
Connect with us

বিনোদন

অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকবার্তা জানিয়ে টুইট মুখ্যমন্ত্রীর, প্রিয় তারকার স্মৃতিচারণায় টলিপাড়া

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রস নিউজ: ঘুমের মধ্যেই না ফেরার দেশে পাড়ি দিয়েছেন টলিউডের অন্যতম কিংবদন্তী অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। ২৩ মার্চ বুধবার রাতেই ঘুমের মধ্যে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন তিনি। তাঁর অকাল মৃত্যুতে টেলিভিশন এবং সিনেমা জগতের অপূরণীয় ক্ষতি বলে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee

Abhishek Chatterjee-এর মৃত্যুর খবরে এদিন সকালে টুইট করে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। টুইট বার্তায় তিনি লেখেন, ”বিশিষ্ট অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি গতকাল গভীর রাতে কলকাতায় প্রয়াত হন। বয়স হয়েছিল ৫৮ বছর।

তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি পথভোলা, সুরের আকাশে, পাপী, শেষ প্রতীক্ষা, সীমান্ত পেরিয়ে, রাত্রি শেষের তারা, আলো ইত্যাদি। এছাড়া টাপুর টুপুর, চোখের তারা তুই, ফাগুন বৌ, সহ বহু জনপ্রিয় টিভি সিরিয়ালেও তিনি অভিনয় করেছেন। ইদানীং ‘খড়কুটো’ ও ‘মোহর’ টিভি সিরিয়ালে তাঁর অভিনয় সকলকে মুগ্ধ করেছে। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১৫ সালে বিশেষ চলচ্চিত্র পুরস্কার প্রদান করে। তাঁর প্রয়াণে অভিনয় জগতে এক শূন্যতার সৃষ্টি হল। আমি অভিষেক চট্টোপাধ্যায়ের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

Advertisement

আরও পড়ুন: ৫৭ তেই থেমে গেল জীবনপ্রদীপ, চিরঘুমে অভিষেক চট্টোপাধ্যায়

<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>Sad to know of the untimely demise of our young actor Abhishek Chatterjee . Abhishek was talented and versatile in his performances, and we shall miss him. It is a great loss for TV serials and our film industry. My condolences to his family and friends.</p>&mdash; Mamata Banerjee (@MamataOfficial) <a href=”https://twitter.com/MamataOfficial/status/1506846714631962624?ref_src=twsrc%5Etfw”>March 24, 2022</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

শুধু মুখ্যমন্ত্রীই নয়, প্রিয় অভিনেতার মৃত্যুতে শোকাহত টলিপাড়ার তাঁর কলাকুশলীরা। অভিষেক চট্টোপাধায়ের মৃত্যুর খবর পেয়েই কান্নায় ভেঙ্গে পড়েন তাঁর এককালের সহ অভিনেত্রী শতাব্দী রায়। সকলের আদরের ‘অভিষেক দা’ যে আর নেই তা মানতেই পারছেন না ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রয়াত অভিনেতার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে এদিন দুষ্টুমিষ্টি স্মৃতিচারণা করেছেন ইন্দ্রানী মুখোপাধ্যায়, চুমকি চৌধুরী, অঙ্কুশ হাজরা, রাজ চক্রবর্তী, ভরত কল সহ একাধিক সহ অভিনেতা-অভিনেত্রীরা।

Advertisement

আরও পড়ুন: ছবির প্রমোশনে তিলোত্তমায় ‘Team RRR’

এদিন অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন অঙ্কুশ হাজরা। এদিন তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ‘তোমার মতো মানুষ খুব কম দেখেছি, তোমার মতো অভিনেতা খুব কম দেখেছি। কালিম্পংয়ে তোমার সঙ্গে কাটানো সেই মজার মুহূর্ত আজও মনে আছে। খুব খুব মিস করব তোমায় অভিষেকদা। সেই আদরগুলো খুব মিস করব। যেখানেই থাকো, ভালো থাকো।’

<blockquote class=”twitter-tweet”><p lang=”bn” dir=”ltr”>আমরা আবার হারালাম একজন ভালো মানুষ ও ভালো অভিনেতাকে। তাঁর এই অকাল প্রয়াণে আমি শোকস্তব্ধ। তাঁর আত্মার শান্তি কামনা করি। যেখানেই থেকো ভালো থেকো মিঠুদা (অভিষেক চ্যাটার্জী)<br>.<a href=”https://twitter.com/hashtag/restinpeace?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#restinpeace</a> <a href=”https://twitter.com/hashtag/AbhishekChatterjee?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#AbhishekChatterjee</a> <a href=”https://t.co/zDFSUHflnB”>pic.twitter.com/zDFSUHflnB</a></p>&mdash; Raj chakrabarty (@iamrajchoco) <a href=”https://twitter.com/iamrajchoco/status/1506852607742320643?ref_src=twsrc%5Etfw”>March 24, 2022</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

Advertisement

অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তী লিখেছেন, ‘বলার কোনও ভাষা নেই। তোমার সাথে কাটানো সময়গুলো মনে থাকবে। শান্তিতে থেকো মিঠুদা। তোমার না থাকার খবর একটা বড় আঘাত। তোমার আত্মার শান্তি কমানা করি।’ অভিনেতা গৌরব রায় চৌধুরী লিখেছেন, ‘এটা আশা করিনি। আত্মার শান্তি কমনা করি।’

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.