মাত্র ২৪-এ না ফেরার দেশে চলে গেলেন 'গাল্লিবয়' খ্যাত র‍্যাপার ধর্মেশ
Connect with us

বিনোদন

মাত্র ২৪-এ না ফেরার দেশে চলে গেলেন ‘গাল্লিবয়’ খ্যাত র‍্যাপার ধর্মেশ

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মাত্র ২৪ বছর বয়সেই থেমে গেল জীবনের ছন্দ। না ফেরার দেশে চলে গেলেন বি-টাউনের ‘গাল্লিবয়’ খ্যাত জনপ্রিয় র‍্যাপার এমসি টড ফড (MC TodFod)। মঙ্গলবার সকালে এমসি টড ফড ওরফে ধর্মেশ পারমার-এর মৃত্যুর খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন গাল্লিবয় অভিনেতা রণবীর সিং। মুম্বই খ্যাত এই জনপ্রিয় র‍্যাপারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিদ্ধান্ত চতুর্বেদীও।

জানা গিয়েছে, রণবীর সিং অভিনীত সিনেমা গাল্লিবয়ের সাউন্ড ট্রাকে শোনা গিয়েছিল টডফডের কণ্ঠস্বর। এছাড়াও তিনি ছিলেন, ‘স্বদেশী’ নামের ব্যান্ডের সঙ্গে যুক্ত। হিন্দি ইংরেজি ছাড়াও গুজরাটি র‍্যাপ করতে পারতেন বলে সকলের কাছে বেশ ইউনিকও ছিলেন তিনি। এদিন ইন্সটাগ্রামে এমসি টড ফডের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে তাঁর অকাল মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন রণবীর সিং। তাঁর আত্মার শান্তি কামনা করে প্রার্থনা জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: The Kashmir Files: ‘কাশ্মীরি পন্ডিতদের সঙ্গে যা হয়েছে তা অত্যন্ত দুঃখের’, ছবি নিয়ে মুখ খুললেন মিস্টার পারফেকশনিস্ট

Advertisement

অন্যদিকে, জনপ্রিয় এই র‍্যাপারের সঙ্গে চ্যাটের একটি স্ক্রিনশট নিয়ে ইন্সটা স্টোরি দিয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন,”’RIP Bhai’। তাঁর আত্মার শান্তি কামনা করেছেন সিদ্ধান্তও। পরিচালক জোয়া আখতারের নির্মিত ‘গাল্লি বয়’ ভারতীয় স্ট্রিট র‌্যাপার ডিভাইন এবং নাজির জীবন থেকে অনুপ্রাণিত হয়েছিল। ছবিতে, রণবীর সিং একজন উচ্চাকাঙ্ক্ষী রাস্তার র‌্যাপার মুরাদের ভূমিকায় অভিনয় করেছিলেন। অন্যদিকে, সিদ্ধান্ত চতুর্বেদী তার পরামর্শদাতার ভূমিকায় অভিনয় করেছেন, এমসি শের। ছবিতে আরও অভিনয় করেছেন অভিনেত্রী আলিয়া ভাট, কল্কি কোয়েচলিন, বিজয় ভার্মা এবং বিজয় রাজ।

আরও পড়ুন: Gangubai Kathiawadi: বিতর্ক পিছু ছাড়ছে না বনশালীর

অন্যদিকে, রণবীর সিংকে পরবর্তী সিনেমা ‘জয়েশভাই জোর্দারে’ (Jayeshbhai Jordaar) দেখা যাবে। যশ রাজ ফিল্মস দ্বারা প্রযোজিত, সিনেমাটি আগামী ১৩ মে, ২০২২-এ মুক্তি পেতে চলেছে৷ এই সিনেমায় রোহিত শেট্টি, পূজা হেগডে এবং জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গেও স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে রণবীরকে। শুধু তাই নয়, রণবীরের কাছে অ্যানিয়ান রিমেক এবং করণ জোহরের রকি অর রানি কি প্রেম কাহানিও হাতে রয়েছে।

Advertisement