গান স্যালুটে না...শিল্পীর শেষ ইচ্ছাকে সম্মান জানাতে SSKM হাসপাতালে তোড়জোড়
Connect with us

বাংলার খবর

গান স্যালুটে না…শিল্পীর শেষ ইচ্ছাকে সম্মান জানাতে SSKM হাসপাতালে তোড়জোড়

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ‘চাওয়া-পাওয়া’ শেষ করে পথ ভুলে সংসার সীমান্তে পারি দিলেন জীবনপুরের পথিক। সোমবার সকালে ‘গত’ হয়েছেন প্রখ্যাত চিত্র পরিচালক তরুণ মজুমদার। বিনোদন জগতের অন্যতম এক বটবৃক্ষের মৃত্যুতে শোকের ছায়া সব মহলে।

জানা গিয়েছে, তরুণ মজুমদারের শেষ ইচ্ছাকে সম্মান জানিয়ে তাঁর মরদেহ দাহ করা হবে না। এদিন SSKM থেকে তাঁর শবদেহ প্রথমে নিয়ে যাওয়া হবে বাড়িতে। তারপর সেখান থেকে নিয়ে যাওয়া হবে NT স্টুডিওতে। সেখানে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হবেন তাঁর কলাকুশলীরা। শিল্পীর শেষ ইচ্ছাকে সম্মান জানিয়ে দেহে দেওয়া হবে না কোনও ফুল,মালা। হাসপাতালের তরফে শুরু হয়ে গিয়েছে দেহ গ্রহণের প্রস্তুতি। 

আরও পড়ুন: সিনেমায় রবীন্দ্র সঙ্গীতকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিলেন তরুণ মজুমদার

Advertisement

এদিকে তরুণ মজুমদারকে শেষ দেখা দেখতে SSKM-এ নেতা মন্ত্রীদের ভিড়। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন,”তরুণ মজুমদারের শেষ ইচ্ছাকে সম্মান জানাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর মরদেহ দাহ করা হবে না। বাড়ি এবং স্টুডিও পাড়া হয়ে তরুণ মজুমদারের মরদেহ ফের নিয়ে যাওয়া হবে এসএসকেএম হাসপাতালে। সেখানেই তাঁর মরদেহ দানের জন্য তুলে দেওয়া হবে”।

উল্লেখ্য, গত ১৪ জুন কিডনির সমস্যা নিয়ে SSKM হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিংবদন্তি এই পরিচালক। চিকিৎসায় প্রথমে সাড়া দিলেও পরের দিকে ক্রমশ অবস্থার অবনতি হতে শুরু করে। জরুরি ভিত্তিতে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। এরপর তাঁর চিকিৎসায় একাধিক বিশিষ্ট চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল টিমও গঠন করা হয়। কিন্তু, শেষ রক্ষা হল না। সোমবার চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে জীবনাবসান হয় তরুণ মজুমদারের।

আরও পড়ুন: তরুণ মজুমদারের প্রয়াণ চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি: মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement

ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদানের জন্য পাঁচটি জাতীয় পুরষ্কারে ভূষিত হয়েছেন তরুণ মজুমদার। তাঁর ঝুলিতে রয়েছে সাতটি BFGA এবং পাঁচটি ফিল্মফেয়ার পুরস্কার (Filmfair Award)। ১৯৯০ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে।