পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, প্রতিবাদে জেলায়-জেলায় আন্দোলন তৃণমূলের
Connect with us

রাজনীতি

পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, প্রতিবাদে জেলায়-জেলায় আন্দোলন তৃণমূলের

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দিনের পর দিন অস্বাভাবিক ভাবে পেট্রল, ডিজেল এবং রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যজুড়ে পথে নামল শাসক দল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সুতির অরঙ্গাবাদে তৃণমূল কংগ্রেসের ব্যানারে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এদিন ওই বিক্ষোভ মিছিলটি সুতির নিউবাজিৎপুর হয়ে অরঙ্গাবাদ বাজার পরিক্রমা করে।

এদিনের এই তৃণমূলের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, সুতি বিধানসভার বিধায়ক ইমানি বিশ্বাস, জেলা পরিষদের সদস্য রুবিয়া সুলতানা, তৃণমূলের ব্লক সভাপতি লতিফুর রহমান, পঞ্চায়েত সমিতির সভাপতি শাহনাজ বিবি সহ অন্যান্য নেতৃবৃন্দ। শুধু তাই নয়, এদিন অবিলম্বে মূল্যবৃদ্ধিতে রাশ না টানলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তৃণমূলের নেতৃবৃন্দ।

আরও পড়ুন:  বিধানসভা থেকে সাসপেন্ড ৫ বিধায়ক, প্রতিবাদে BJP সমর্থকদের থানা ঘেরাও

Advertisement

একইভাবে পেট্রোপণ্যের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন জলপাইগুড়িতে বিশাল মিছিল বের করে তৃণমূল যুব সংগঠন। মিছিলে অংশ নেয় তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক‌রাও।
জলপাইগুড়ি শহরের বড় পোস্ট অফিস মোড় এলাকা থেকে বেরিয়ে মিছিলটি গোটা শহর পরিক্রমা করে। মিছিলে নেতৃত্ব দেন তৃণমূলের জেলা যুব সভাপতি সৈকত চ‍্যাটার্জি। মিছিলে‌র মধ্য দিয়ে বিধান‌সভায় বিজেপি বিধায়কদের তাণ্ডবের প্রতিবাদ জানান তাঁরা।

আরও পড়ুন: বানচাল নাশকতার ছক, পুলিশি অভিযানে উদ্ধার ১৭টি তাজা বোমা

জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিল। শুধু তাই নয়, লাগাতার সবকিছুর দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশও করা হয়। এই বিষয়ে তৃণমূল জেলা যুব সভাপতি সৈকত চ‍্যাটার্জি বলেন, ”পেট্রোপণ্যের অস্বাভাবিক মৃল‍্য বৃদ্ধির জেরে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা তৈরি হয়েছে। পেট্রোল ও ডিজেলের পাশাপাশি বেড়েছে রান্নার গ‍্যাসের দাম।” অভিযোগ, কেন্দ্রীয় সরকার পেট্রোল, ডিজেল ও রান্নার গ‍্যাসের অত‍্যাধিক মূল্য বৃদ্ধি করায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির জন্য দাম বেড়েছে নিত‍্যপ্রয়োজনীয় জিনিসের। এর ফলে খুবই অসহায় অবস্থা‌র মধ্যে দিন কাটাতে হচ্ছে গরিব মানুষ‌দের। এরই প্রতিবাদ জানিয়ে এই ধিক্কার মিছিল।  কেন্দ্রীয় সরকারের পেট্রল সহ অন্যান্য পণ্যের দাম না কমালে আরও বড়ও আন্দোলনের যাওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা। এদিকে মূল্যবৃদ্ধি ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রঘুনাথগঞ্জ -১ নম্বর তৃণমূল কংগ্রেস ও ছাত্র পরিষদ প্রতিবাদ মিছিল করে এদিন। 

Advertisement