বিধানসভা থেকে সাসপেন্ড ৫ বিধায়ক, প্রতিবাদে BJP সমর্থকদের থানা ঘেরাও
Connect with us

রাজনীতি

বিধানসভা থেকে সাসপেন্ড ৫ বিধায়ক, প্রতিবাদে BJP সমর্থকদের থানা ঘেরাও

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সোমবার শাসক দল তৃণমূল এবং বিজেপি বিধায়কদের মধ্যে বিধানসভায় তুমুল মারপিট। আহত হন বেশ কয়েক জন বিধায়ক। অভিযোগ, দু’পক্ষের হাতাহাতিতে ছিঁড়ে গিয়েছে বেশ কয়েকজনের জামাকাপড়। আহত হয়েছেন বিজেপির মুখ্য সচেতক মনোজ টিজ্ঞা। 

 আর এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিষ্ণুপুর থানা ঘেরাও করে রীতিমত বিক্ষোভে সামিল হলেন বিজেপি কর্মীরা সর্মথকরা। ঘটনায় বিজেপির দাবি সোমবার বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিধায়করা যেভাবে বিজেপি মহিলা ও পুরুষ বিধায়কদের উপর আক্রমণ করেছে তার প্রতিবাদে থানা ঘেরাও করে এই বিক্ষোভ। এদিনের এই বিক্ষোভে প্রায় ১০০ জন বিজেপি কর্মী সমর্থক অংশগ্রহণ করেন।

জানা গিয়েছে, প্রথমে বিজেপির দলীয় কার্যালয় থেকে একটি মিছিল করে তাঁরা বিষ্ণুপুর থানার সামনে উপস্থিত হন এবং সেখানেই থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। এদিনের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি বিল্লেশ্বর সিংহ , সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক সহ অন্যান্য জেলার শীর্ষ স্থানীয় বিজেপি নেতৃত্বরা ।

Advertisement

আরও পড়ুন: বগটুই হত্যাকাণ্ড নিয়ে ধুন্ধুমার বিধানসভা, TMC-BJP হাতাহাতিতে নাক ফাটল বিধায়কের

এদিকে এই বিষয়ে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান , বিধানসভার ভিতরে বিজেপি বিধায়কদের মারধরের প্রতিবাদে এবং বিজেপির পাঁচজন বিধায়ককে বেআইনিভাবে এক বছরের জন্য সাসপেন্ড করেছে তার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন তাঁরা। 

আরও পড়ুন: ট্রেড ইউনিয়নের ডাকা বনধে জেলায়-জেলায় মিশ্র প্রভাব, পথে বেরিয়ে ভোগান্তিতে সাধারণ মানুষ

Advertisement

বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিল্লেশ্বর সিংহ বলেন , ”বগটুই হত্যাকাণ্ডের বিষয় নিয়ে প্রস্তাব তোলার জন্য এবং মুখ্যমন্ত্রীর বিবৃতি চাওয়ার জন্য স্পিকারের কাছে দাবি করা হলে তাঁদের বিধায়কদের মারধর করা হয় এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ পাঁচজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয় তারই প্রতিবাদে থানা ঘেরাও কর্মসূচি।”