কয়লা পাচারকাণ্ডে ED-এর কোপে অভিষেকের শ্যালিকা, বুধবার রুজিরাকে তলব
Connect with us

রাজনীতি

কয়লা পাচারকাণ্ডে ED-এর কোপে অভিষেকের শ্যালিকা, বুধবার রুজিরাকে তলব

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কয়লা পাচারকাণ্ডে ক্রমশ চাপ বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শুরু থেকেই কয়লা পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একাধিক তৃণমূল নেতা নেত্রীর নাম জড়িয়েছিল। বাদ যায়নি অভিষেক পত্নী রুজিরাও। এবার কয়লা পাচার কাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার দিল্লিতে ED-এর সদর দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে হাজিরার দেওয়ার নির্দেশ দিল কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা।

যদিও তার আগেই বুধবার দিল্লিতে ED-এর দফতরে ডেকে পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে। এদিকে মঙ্গলবার Delhi-তে ইডির দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরা দেওয়ার কথা থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে এদিন ইডির দফতরে যাননি তিনি। অন্যদিকে এর আগেও ইডির বিরুদ্ধে সস্ত্রীক শীর্ষ আদালতে (SupremeCourt) গিয়েছিলেন তিনি। যদিও শীর্ষ আদালতে খারিজ হয়ে যায় অভিষেকের আবেদন। আর তারপর থেকেই কয়লা পাচারকাণ্ড নিয়ে রহস্য আরও জটিল হচ্ছে।

আরও পড়ুন: কয়লা পাচারকান্ডে অভিষেককে ফের ED-র তলব

Advertisement

প্রসঙ্গত, কয়লা পাচার কান্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি। ২৯ মার্চ দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় তাঁকে। অন্যদিকে, কয়লা পাচারকাণ্ডে গত সোমবার ED-এর দফতর দিল্লিতে তলব করা হয় সস্ত্রীক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

আরও পড়ুন: বাংলায় রাষ্ট্রপতির শাসন জারি হোক, সংসদে কেঁদে ভাসালেন রূপা গঙ্গোপাধ্যায়

সোমবার ইডির দফতর দিল্লিতে হাজিরা দেন তিনি। যদিও ইডির এই শমনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে কয়লা পাচার কাণ্ডে ইডির নজরে রয়েছে অভিষেকেরএদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ED-তলব প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন,”আগে নিজের দাবির সত্যতা প্রমাণ করুক। নাহলে মাথা উঁচু করে জেলে যেতে হবে।” যদিও বিজেপির এহেন দাবিতে কর্ণপাত করতে নারাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement