দেশের খবর
উত্তরপ্রদশের ভোট পিছচ্ছে না, সব দলের মত নিয়ে ঘোষণা কমিশনের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সারা বিশ্বে ওমিক্রনে আক্রান্তর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পাশাপাশি করোনাও ফের নতুন করে চোখ রাঙাতে শুরু করেছে। হু-হু করে বাড়ছে আক্রান্তর সংখ্যা। সামনেই উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন। এই উদ্বেগজনক পরিস্থিতির কথা মাথায় রেখেই বিভিন্ন মহল থেকে উত্তর প্রদেশের নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি উঠতে শুরু খরেছিল।
এই দাবিকে মান্যতা দিতে বৃহস্পতিবার উত্তর প্রদেশের সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসেছিল নির্বাচন কমিশন। মিটিং শেষে কমিশন জানিয়ে দেয় ভোট পিছচ্ছে না। অর্থাৎ আগামি ফেব্রুয়ারী মাসেই নির্বাচন হতে চলেছে দেশের সবচেয়ে বড় রাজ্যে। উত্তর প্রদেশের ভোট নিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপও। কারন এই রাজ্যের নির্বাচনের দিকে নজর থাকে সারা দেশের। প্রত্যেক দল তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। লখিমপুর খেরি এবং হাতড়াসের ঘটনার পর বিরোধীরা যথেষ্ট চনমনে। ফলে তারা ভোট করানোর পক্ষে।
এখন দেখা যাক, উত্তর প্রদেশে কে ক্ষমতায় থাকে, যোগী আদিত্যনাথ নাকি সরকার পরিবর্তন হয়! ভোটের ঘোষণা করে দিলেও বেশ কিছু বিধি-নিষেধের কথাও জানিয়ে দিয়েছে কমিশন। এক লক্ষ বুথে ভোটদান লাইভ করতে হবে। ভিবি প্যাড থাকতেই হবে। এছাড়াও ৮০ বছরের বেশি বয়স্ক ভোটারদের বাড়ি থেকে ভোট দানের ব্যবস্থা করতে হবে। কমিশন জানিয়েছে, কোভিড বিধি মেনে মিটিং এবং সমাবেশ করতে হবে। সমাবেশে অধিক জমায়েত যেন না হয়, সেই দিকে নজর রাখতে সমস্ত রাজনৈতিক দলকে বলা হয়েছে।