বাংলার খবর
১০৮ পৌরসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের! ২৭ ফেব্রুয়ারি ভোট

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্যের ১০৮ পৌরসভার নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন। আগামী ২৭ ফেব্রুয়ারি ১০৮ পুরসভার ভোটগ্রহণ। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন। আজ থেকেই শুরু হচ্ছে মনোয়ন জমা দেওয়ার প্রক্রিয়া।
আগামী ৯ ফেব্রুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ১২ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। স্ক্রুটিনি ১০ ফেব্রুয়ারি। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ৮ মার্চের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। দক্ষিণ দমদম পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ড বাদ দিয়ে হবে নির্বাচন। তবে এখনও পর্যন্ত গণনার দিন ঘোষণা করেনি কমিশন। আজ, বৃহস্পতিবার থেকেই কার্যকর হচ্ছে আদর্শ আচরণবিধি।
কোভিড বিধি মেনেই হবে ভোট। এখনও পর্যন্ত প্রচারের সময় একই রাখা রয়েছে। ২০২২ সালের ১ জানুয়ারির ভোটার তালিকা অনুযায়ী ভোট হবে। খোলা জায়গায় মিটিংয়ে জমায়েতের ক্ষেত্রে ২০০ জনের পরিবর্তে ৫০০ জন করা হচ্ছে। অডিটোরিয়ামে ২০০ জনকে নিয়ে সভা করা যাবে। কয়েকটি ক্ষেত্রে কিছুটা হলেও ছাড় দেওয়া হয়েছে এবারের নির্বাচনে। আগে জনসভার ক্ষেত্রে ২০০ জনকে অনুমতি দেওয়া হত। তা আবার বাড়িয়ে ৫০০ করা হয়েছে।