দেশের খবর
ব্রিটেন থেকে আসা বিমান নামার ওপর নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার, ৩ জানুয়ারি থেকে কার্যকর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ওমিক্রন আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। দক্ষিণ আফ্রিকা থেকে শুরু হলেও এই মুহূর্তে বিশ্বের একশোরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে করোনার এই নতুন প্রজাতি। তবে সব থেকে খারাপ অবস্থা ব্রিটেনের। বুধবারই ব্রিটেনে রেকর্ড এক লক্ষ ৮৩ হাজার ৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
তাঁদের মধ্যে অধিকাংশের শরীরেই ওমিক্রনের হদিশ মিলেছে। ব্রিটেনের এই পরিস্থিতি বিচার করেই কলকাতায় ব্রিটেন থেকে আগত বিমান নামায় নিষেধাজ্ঞা জারি করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আগামী ৩ জানুয়ারি থেকে কার্যকর হতে চলেছে নতুন নিষেধাজ্ঞা। বৃহস্পতিবার চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা কেন্দ্রকে জানিয়ে দিয়েছে নবান্ন। দেশের পাশাপাশি রাজ্যেও থাবা বসিয়েছে ওমিক্রন আতঙ্ক। এখনও পর্যন্ত রাজ্যে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ১১ জন। তাই আর কোনও ঝুঁকি নিতে চাইছে না রাজ্য সরকার। ওমিক্রন নিয়ে ঝুঁকিপূর্ণ দেশের তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। সেই তালিকায় নাম রয়েছে ব্রিটেনেরও।
বৃহস্পতিবারই কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রককে দেওয়া চিঠিতে রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব বিপি গোপালিকা জানিয়েছেন, বিশ্ব জুড়ে ওমিক্রনে সংক্রমণের বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই চিঠিতে রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ নয় এমন দেশ থেকে কলকাতায় আসা যাত্রীদের বিমানবন্দরে নিজেদের খরচায় কোভিড পরীক্ষা করাতে হবে। প্রত্যেক বিমানসংস্থাকেই বিমানে ওঠা মোট যাত্রীর ১০ শতাংশের আরটিপিসিআর টেস্ট করাতে হবে। এবং বাকিদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করাতে হবে। র্যাপিড অ্যান্টিজেন টেস্টে যাদের রিপোর্ট পজেটিভ আসবে, তাদের আবার আরটিপিসিআর টেস্ট করতে হবে। কোভিড টেস্টের জন্য বিমানবন্দরে যাতে বেশি সময় নষ্ট না হয়, তার জন্য যাত্রীদের টেস্টের আগাম বুকিং করার কথাও বলা হয়েছে ওই চিঠিতে।