দেশের খবর
কংগ্রেস প্রার্থীকে বিবস্ত্র করে মার, পুলিশি নিরাপত্তা দিতে রাজ্যকে নির্দেশ আদালতের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ১৯ তারিখ কলকাতা পুরভোটের দিন রাত্রে ১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রবি সাহাকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় রাজ্য সরকারকে বিশেষ পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে বিচারপতি রাজশেখর মান্থার আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত রবি সাহাকে পুলিশি নিরাপত্তা দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন।
তবে তার পরও যদি মামলকারীর পুলিশি নিরাপত্তার প্রয়োজন হয়, তা হলে তার খরচ মামলাকারীকেই বহন করতে হবে বলেও জানিয়ে দিয়েছেন বিচারপতি। এছাড়াও শীঘ্রই মামলাকারীর বক্তব্য পুলিশকে রেকর্ড করতে বলা হয়েছে। এবং মামলাকারীর অভিযোগের ভিত্তিতে আরও বেশ কিছু ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দেওয়া যেতে পারত বলেও এদিনের শুনানিতে জানিয়েছেন বিচারপতি।
গত রবিবার রাত সওয়া ১১টা নাগাদ লোহাপট্টি এলাকার একটি দোকান থেকে ফেরার সময় হঠাৎই এক দল লোক রবি সাহাকে ঘিরে ধরে গালিগালাজ করে এবং মাটিতে ফেলে বিবস্ত্র করে মারধরও করে বলে অভিযোগ ওঠে। মারধরের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যেতেই বিতর্কের ঝড় ওঠে। এরপরই থানায় অভিযোগ জানিয়ে নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হন রবি সাহা। এই ঘটনায় পুলিশকে তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। মামলার পরবর্তী শুনানি ১৯ জানুয়ারি।