বাংলার খবর
ভোটগ্রহণের শুরুতেই বিজেপির মহিলা প্রার্থীর পোশাক ছেঁড়ার অভিযোগ উঠল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রবিবারের সকালে কলকাতা পুরভোটের ভোটগ্ৰহণ শুরু হতেই আক্রান্ত হলেন ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত। জোড়াবাগানে তার শাড়ি ধরে টানাটানি করা হয় এবং ব্লাউজ ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন বিজেপির পাঁচবারের কাউন্সিলর।
বিজেপি প্রার্থী অভিযোগ করেছেন, মাহেশ্বরী ভবনের বুথের ১০০ মিটারের মধ্যে অবৈধ জমায়েত হচ্ছিল। তার প্রতিবাদ করাতেই তাঁর ওপর আক্রমণ করা হয়। তিনি বলেছেন, ‘ তৃণমূলের লোকেরা সকাল থেকেই বুথ জ্যাম করে রেখেছে। ভোট করতে দিচ্ছে না। বুথের ১০০ মিটারের মধ্যে বাইরে থেকে ১০০ জন লোক এনে জমায়েত করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্লোগান দিচ্ছে। তার প্রতিবাদ করলেই আমার উপর আক্রমণ করেছে। মারধর, ধাক্কাধাক্কি করেছে। আমার শাড়ি ধরে টানাটানি করেছে, ব্লাউজ ছিঁড়ে দিয়েছে। রীতিমতো গুন্ডামি চালিয়েছে। ১৪৪ ধারা জারি রয়েছে। অথচ পুলিশ কিছুই করছে না।
‘ এই অভিযোগ পেয়েই পুলিশের থেকে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। তৃণমূল প্রার্থী শ্যামপ্রকাশ পুরোহিত অবশ্য বিজেপি প্রার্থী নাটক করছেন বলে অভিযোগ করেছেন। তিনি বলেছেন, ‘ উনি প্রতি বছরই এই নাটক করে থাকেন। ওনার পোলিং বুথের ভিতর থাকার কথা না। তাহলে উনি বুথের ভিতরে বসে ছিলেন কেন? তৃণমূলের সঙ্গে ওনার কোনও সমস্যা হয়নি। নির্দল প্রার্থী এবং তাঁর সমর্থকদের সঙ্গেই তাঁর ঝামেলা হয়েছে। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।’