বাংলার খবর
মেয়েকে নিয়ে প্রচারে বেরিয়ে ফিরহাদ হাকিমের গলায় তারুণ্যের সুর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সাতসকালেই মেয়েকে সঙ্গে নিয়ে নিজের ৮২ নম্বর ওয়ার্ড থেকে পুরভোটের প্রচার শুরু করলেন ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিমকে কাছে পেয়ে উৎসাহিত এলাকার মানুষজনও।
সাতসকালেই আবাল-বৃদ্ধ-বনিতারা তাদের কাছের মানুষ, কাজের মানুষের প্রতি স্নেহ, ভালোবাসা দেখাতে কার্পণ্য করেনি। প্রচারে নেমে ফিরহাদ হাকিম সাফ জানিয়ে দিলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ভবিষ্যতের কথা মাথায় রেখে তরুণ ও নতুন মুখকে সামনে এনেছেন। তরুণ সমাজই দেশের ও জাতির ভবিষ্যৎ। আগামী দিনে তাদের হাতেই থাকবে কলকাতা পুরসভা চালানোর দায়িত্ব। আমাদের বয়স হয়ে গিয়েছে।
আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে তরুণদের সঙ্গে মেলবন্ধন ঘটিয়ে একদিকে যেমন কলকাতা পুরসভা চালাব, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মকে আগামী দিনে পুরসভা কীভাবে চালাতে হয় তাও শেখাবো। ভবিষ্যৎ প্রজন্মের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তাভাবনা, তাকে বাস্তবায়িত করাই আমাদের লক্ষ্য। আমরা সারা জীবন পদ আঁকড়ে পড়ে থাকব না।’