বাংলার খবর
বিশ্বাসঘাতকের পাল্টা নাবালক! একে অপরকে কটাক্ষ অভিষেক-শুভেন্দুর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পুরভোটের প্রাক্কালে আরও একবার তৃণমূল-বিজেপি তরজা তুঙ্গে। রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এক সাক্ষাৎকারে নাম না করে শুভেন্দু অধিকারীকে বিশ্বাসঘাতক বলে উল্লেখ করেন।
প্রশ্ন ওঠে মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায় বা সব্যসাচী দত্তের মতো শুভেন্দু অধিকারীও যদি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরতে চান, তাহলে কি তাঁকে ফেরানো হবে? তারই উত্তর দিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যেটা হবে দলনেত্রীর সিদ্ধান্তেই হবে। তবে অভিষেক নিজের অবস্থান স্পষ্ট করে জানান, শুভেন্দু অধিকারী হোক বা অন্য কেউ, তৃণমূলের দুঃসময়ে যাঁরা দল ছেড়ে চলে গিয়েছিলেন, তাঁদেরকে তৃণমূলে ফিরিয়ে নেওয়া উচিত নয়। যদিও বা নেওয়া হয়, তাহলে যেন প্রায়শ্চিত্ত করিয়ে নেওয়া হয়।
তিন থেকে দশ বছর কোনও পদ বা নির্বাচনের টিকিট না দিয়ে সাধারণ কর্মী হিসেবে কাজ করে প্রায়শ্চিত্ত করতে হবে বলেও জানান অভিষেক। অন্যদিকে এই প্রসঙ্গে এবার শুভেন্দু অধিকারী পাল্টা একহাত নিলেন অভিষেককে। কার্যত তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাঁকে নাবালক বলে কটাক্ষ করলেন। তৃণমূলে ফেরা প্রসঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, কোনও নাবালকের প্রশ্নের উত্তর তিনি দেবেন না। খুব স্বাভাবিকভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মন্তব্য, পাল্টা মন্তব্য নিয়ে ব্যাপক চাপানউতোর শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।