দেশের খবর
নিশিগঞ্জে ৫০ বাছুর সহ চার পাচারকারী গ্রেফতার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গোপন সূত্রে খবর পেয়ে ৫০টি বাছুর সহ চার পাচারকারীকে আটক করল নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ। বৃহস্পতিবার সকালে সাংবাদিক বৈঠক করে এ কথা জানালেন মাথাভাঙ্গা মহকুমা পুলিশের এসডিপিও সুরজিৎ মন্ডল। তিনি জানিয়েছেন,গোপন সূত্রে খবর পেয়ে নিশিগঞ্জ ফাঁড়ি এলাকায় নাকা চেকিং বসানো হয়েছিল।
নাকা চেকিং চলাকালীন সময় ত্রিপল দিয়ে ঢাকা একটি গাড়ি আটক করে নিশিগঞ্জ ফাঁড়ির ওসি অজয় রায়ের নেতৃত্বে পুলিশ বাহিনী। ত্রিপল সরাতেই বাছুর গুলো বেরিয়ে আসে। তারপরই ওই ৫০টি বাছুরের সঙ্গে চার পাচারকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া যুবকদের নাম শাহাবুদ্দিন, বাদশা, মহম্মদ রহমত, মহম্মদ জুনেদ। ওই চারজনকে গ্রেফতার করে মাথাভাঙ্গা থানায় নিয়ে আসা হয়।
এই চারজনের মধ্যে তিনজনের বাড়ি বিহার এবং একজন ডালখোলার বাসিন্দা বলে জানা গিয়েছে। গাড়িটি চ্যাংড়াবান্ধা থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল বলেও জানান মহকুমা পুলিশ আধিকারিক। চারজনকেই মাথাভাঙ্গা আদালতে তোলা হলে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।