বাংলার খবর
কেন্দ্রীয় বাহিনী দিয়ে কলকাতা পুরভোট নয়, জানিয়ে দিল হাইকোর্ট

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কেন্দ্রীয় বাহিনী দিয়ে কলকাতা পুরভোট নয়। রাজ্য পুলিশ দিয়েই হবে ভোট। বিজেপির দাবি খারিজ করে শুক্রবার রাতে সিঙ্গল বেঞ্চের রায়কে বহাল রাখার অন্তর্বর্তী কালীন রায় দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে, কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে বলে আদালত মনে করছে না।
তবে কোনও রকম হিংসা বা অশান্তি হলে তার দায় নিতে হবে রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশনকে। সমস্ত ভোটাররা যাতে নিশ্চিন্তে ভোট দিতে পারে, সেই নিরাপত্তার ব্যবস্থা করতে হবে কমিশন ও পুলিশকে। বিজেপির যে চার প্রার্থী নিরাপত্তার অভাব বোধ করছেন, তাঁরা তাঁদের এলাকায় কেন্দ্রীয় বাহিনী চাইলে তা কমিশনকে জানাতে হবে। এবং কমিশন সে দিকটি বিবেচনা করে দেখবে। পুরভোটের উপর যে আদালতের কড়া নজর থাকবে, তাও জানিয়ে দেওয়া হয়েছে এই রায়ে। কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মামলার শুনানিতে শুক্রবার দুপুরে রায়দান স্থগিত রেখেছিল হাইকোর্ট। শুক্রবার রাতে কিংবা শনিবার সকালে রায় ওয়েবসাইটে আপলোড করা হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছিল।
কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়োগের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল রাজ্য বিজেপি। কিন্তু দেশের সর্বোচ্চ আদালত মামলাটি খারিজ করে হাইকোর্টে আবেদন করার নির্দেশ দেয়। এরপরই কলকাতা হাইকোর্টের নতুন করে মামলা করে রাজ্য বিজেপি। কিন্তু বৃহস্পতিবার হাইকোর্টে রাজশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ রাজ্য পুলিশ দিয়ে কলকাতা পুরভোট করার পক্ষে রায় দেয়। সিঙ্গল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবারই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে নতুন করে মামলা করে বিজেপি। শুক্রবার সেই মামলার শুনানি ছিল। শুক্রবার সকালেই শুনানিতে আদালত কমিশনের কাছে জানতে চায় ভোটারদের নিরাপত্তার ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। তার উত্তরে কমিশনের আইনজীবী জানান ১০ হাজারেরও বেশি সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। কিন্তু সেই উত্তরের সন্তুষ্ট হতে পারেনি আদালত। বাহিনী নিয়ে সঠিক তথ্য দিতে না পারার জন্য এদিন কমিশনকে ভর্ৎসনাও করেন প্রধান বিচারপতি।
তিনি বলেন, ‘আপনারা কি এই মামলাটাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন না?’ তারপরই কমিশনের পক্ষ থেকে আদালতকে জানানো হয় কলকাতা পুরভোটে ১১ হাজার ৯৯৭ সশস্ত্র পুলিশ এবং ১০ হাজার ৬২৪ জন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। যদিও কেন্দ্রের পক্ষ থেকে আদালতকে জানানো হয় কমিশন চাইলে শনিবার সকালের মধ্যেই বাহিনী পাঠিয়ে দিতে প্রস্তুত তারা। তার পরই রাজ্যের আইনজীবী দাবি করেন, প্রয়োজনে আরও পুলিশ দেওয়া হবে। মোট ২৭ হাজার কলকাতা পুলিশের মধ্যে ১৮ হাজারের বেশি পুলিশ ভোটের কাজে নিযুক্ত। আর বাকি ৫ হাজার থাকছে রাজ্য পুলিশ। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এও জানিয়ে দেন, রাজ্য নির্বাচন কমিশন পুলিশি ব্যবস্থায় খুশি। পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে। নির্বাচনের দিনে সমস্ত আইন শৃংখলার দায়িত্ব রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার নেবে। তাঁরা সিনিয়র আইপিএস অফিসার। তাঁদের কাজের অভিজ্ঞতা রয়েছে।