আন্তর্জাতিক
Big Breaking: ইস্তফা দিলেন মাহিন্দা রাজাপাক্ষে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অর্থনীতির বেহাল দশা। ঋণের দায়ে অনেক দিন আগেই নিজেকে সম্পূর্ণ দেউলিয়া হিসেবে ঘোষণা করেছে ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে না পেরে অবশেষে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন মাহিন্দা রাজাপাক্ষে ।
জল্পনা অনেকদিন ধরেই চলছিল। দেশের বর্তমান সঙ্কট মেটাতে ব্যর্থ মাহিন্দা রাজাপাক্ষে সরকার। প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন শ্রীলঙ্কার সাধারণ জনগণ। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে যেতেই সোমবার ইস্তফা দেন তিনি। তবে প্রধানমন্ত্রী একা নন, প্রেসিডেন্ট গোতাবায়ার কাছে এদিন ইস্তফাপত্র জমা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী চান্না জয়াসুমনও।
সোমবার আন্তর্জাতিক এক সংবাদমাধ্যম সূত্রে খবর, এদিন সহোদর তথা শ্রীলঙ্কার (Sri Lanka) প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষে রকাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রী মাহিন্দা বলে খবর। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এবার সব রাজনৈতিক দলগুলিকে একটি যৌথ ক্যাবিনেট তৈরির জন্য আমন্ত্রণ জানাতে চলেছেন প্রেসিডেন্ট গোতবায়া।
আরও পড়ুন: অন্ধকারে ডুবে দেশ, দ্বিতীয়বার জরুরি অবস্থা জারি করল শ্রীলঙ্কা
এহেন রাজনৈতিক ডামাডোলের মাঝে দেশজুড়ে কারফিউ চলছে। রাজধানী কলম্বোয় দেশের বর্তমান শাসকদল ‘শ্রীলঙ্কা পদুজানা পেরামুনা’র সমর্থক ও সরকার বিরোধীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়েছে। ফলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে বলেই আশঙ্কা।
উল্লেখ্য, দেশের অর্থনৈতিক সঙ্কট এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে মাত্র পাঁচ সপ্তাহের মধ্যে দেশে ফের জরুরি অবস্থা জারি করেছে রাজাপাক্ষে সরকার। নেই খাবার। এক টুকরো শুকনো রুটিও বারন্ত। দিনে ১৩/১৪ ঘণ্টা লোডশেডিং থাকলেও পুরোপুরি অন্ধকারে ডুবে রয়েছে দ্বীপরাষ্ট্র। পরিস্থিতি খারাপ এই দেশের তথাকথিত বণিক শ্রেণির মানুষদেরও।
আরও পড়ুন: হাভানার অভিজাত হোটেলে বিস্ফোরণ, মৃত অন্তত ২২
বর্তমানে শ্রীলঙ্কা শুধু অর্থনৈতিক সংকটই নয়, রাজনৈতিক অস্থিতিশীলতা চলছে। সম্প্রতি বিরোধী দলগুলো প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে। রাষ্ট্রপতি থাকাকালে তাঁর পক্ষে দায়িত্ব যথাযথভাবে পালন করা হয়নি বলে অভিযোগ উঠেছে।