আন্তর্জাতিক
পৃথিবীর দিকে ঘনিয়ে আসছে বিপদ! দুটি গ্রহাণু আছড়ে পড়বে পৃথিবীর উপরে বলে জানিয়েছেন-NASA

বেঙ্গল এক্সপ্রেস: পৃথিবীর উপর কোন রকমের বিপদ এলেই নাসা ( NASA)আগাগোড়া থেকেই সতর্কতা বার্তা জারি করেন। আর এইবারও পৃথিবীর দিকে দুইটি বড় পাথর দ্রুতগতিতে এগিয়ে আসছে বলে জানিয়েছেন মার্কিন সংস্থা নাসা (NASA)। নাসা এর মতে, আমাদের এই পৃথিবী ফোর পয়েন্ট ফাইভ বিলিয়ন বছর আগে সৃষ্টি হয়েছিল।
কিন্তু এ পৃথিবী সৃষ্টি হওয়ার সময় এমন কিছু শিলা সৌরজগতের ছড়িয়ে ছিটিয়েছিল যে পরবর্তীতে আমাদের পৃথিবীর উপরে আছড়ে পড়ছে। তেমনি এইবারের দুটি বড় পাথরের নাম দেওয়া হয়েছে গ্রহাণু। এই গ্রহনও দুটি সূর্যের চারপাশে ক্রমাগত ঘুরতে থাকে অর্থাৎ অন্য সব গ্রহদের মতোই পাল্লা দিয়ে একই কক্ষপথে ঘোরে এই গ্রহাণুগুলো। তবে তাদের কক্ষপথ পূরণ করতে এক বছরেরও বেশি সময় লেগে থাকে। আর এই কক্ষপতে ঘুরবার সময় যদি কক্ষপথ থেকে সরে আসে তখন সেই পাথরগুলো বিভিন্ন গ্রহদের ওপর আছড়ে পড়ে। যেহেতু এই গ্রহানু গুলো পৃথিবীর চারপাশে ঘোরে তাই বেশিরভাগ সময় এ পাথরগুলো পৃথিবীতেই এসে পড়ে।
আরও পড়ুন-আমি আর কোন ধরনের সমঝতা করতে চাই না, আমার ডিভোর্স চাই। কেনই বা নায়িকা এতো ক্ষুব্ধ হয়ে উঠেছেন?
যখন কোন পাথর কিংবা অন্য কোন জিনিস আমাদের পৃথিবীর দিকে ধাবমান হয় তখন মহাকাশ সংস্থা NASA আমাদের সতর্ক করে দেন এমনই এইবারও দুটি গ্রহনার সন্ধান পেয়েছে NASA। নাসা এর মতে দুদিনের মধ্যেই পৃথিবীর দিকে আসতে চলেছে ওই বড় দুই পাথর। পরিস্থিতিতে আগামী দু থেকে তিন দিন পৃথিবীর জন্য খুবই সংকটজনক বলে জানিয়েছেন নাসা। আগামী কয়েকদিনের মধ্যে পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগতে পারে একটি গ্রহাণু। নাসার জেড প্রপালিসান ল্যাবরেটরীতে (JPL) যেকোনো ধরনের গ্রহ নক্ষত্র কে ট্র্যাক করার ক্ষমতা রাখে। JPL এর তথ্য অনুযায়ী আগামী ৭ জুন দুটি গ্রহাণু পৃথিবীর অনেক কাছে এসেছে।
যার মধ্যে একটি হল গ্রহন 2017 UJ2, যা পৃথিবীর দিকে এগিয়ে আসছে, এটি ৭.৩ ফুট শিলা অর্থাৎ একটি ছোট গাড়ির মতো সাইজ। এইটি এখনো ২,০২০,০০০ কিলোমিটার দূরত্বে রয়েছে। কিন্তু পৃথিবীর আকর্ষণ তার আকারের চেয়ে হাজার গুণ বেশি। ফলে ছোট ছোট গ্রহাণুগুলোকেও খুব সহজে পৃথিবীর নিজের দিকে টেনে নিয়ে আসতে পারে তবে পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগলো বেশি ক্ষতি হবে না বলে জানিয়েছে নাসা। এবং আরেকটি শিলা, যার নাম গ্রহানু ২০১৮ KR এই পাথরটিও পৃথিবীর দিকে এগিয়ে আসছে। ২০১৮ কে আর এই পাথরটি আয়তন ৬০ ফুট।
এই শিলাটি এখনো ২৪ পয়েন্ট সাত লক্ষ কিলোমিটার দূরত্বে রয়েছে। এই গ্রহটি এর আগেও ১৯১৩ সালের ২৮ ডিসেম্বর পৃথিবীর কাছাকাছি এসেছিল। তারপরে আবারও ১১০ বছর পর ১৮ হাজার কিলোমিটার বেগে পৃথিবীর দিকে এগিয়ে আসছে। তবে এই পাথরটি পৃথিবীর বেশি কাছে আসবে না বলে জানিয়েছেন নাসা। তবে যদি পাথরের গতি বেড়ে যায় তাহলে পৃথিবীর গাগ এসে যেতে পারে বলে মনে করেছেন বিজ্ঞানীরা এই পাথরের জন্য আমাদের পৃথিবীর উপর কি ধরনের প্রভাব পড়বে সেই বিষয় নিয়েও চর্চা করছেন বিজ্ঞানীরা।