করোনার বিস্তার নিয়ে ফের উদ্বেগ, বন্ধ জনজীবন
Connect with us

আন্তর্জাতিক

করোনার বিস্তার নিয়ে ফের উদ্বেগ, বন্ধ জনজীবন

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের নতুন করে ভয় ধরাচ্ছে চিন। মারণভাইরাসের দাপটে রীতিমতো ত্রস্ত সে দেশের মানুষ। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সোমবার দেশের সবচেয়ে বড় দুই শহরে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। লকডাউনের পরও যেভাবে সংক্রমণ ছড়িয়ে পড়েছে সে দেশে সেখানে চিনের ‘জিরো কোভিড’ নীতিকেই দায়ী করেছেন অনেকে।

মঙ্গলবার করোনার বুলেটিন অনুযায়ী চিনে নতুন করে আজ করোনায় আক্রান্তের সংখ্যা ৩,৪৭৫। চিনে এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৫,১৯১। শিশুরা কোভিড পজিটিভ হলেই তাদের মা-বাবার থেকে আলাদা করেছে চিন। এই নীতি নিয়ে সরব হয়েছে ৩০টিরও বেশি দেশ। কূটনীতিকরা এই নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিনা বিদেশমন্ত্রককে চিঠিও দিয়েছে ইতিমধ্যেই।

এদিকে, টানা ৬ সপ্তাহ ধরে সাংহাইয়ে চলছে লকডাউন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। সাংহাইয়ের ১৬টি জেলার মধ্যে চারটি জেলায় সপ্তাহের শেষে লোকজনকে নোটিশ দেওয়া হবে বাড়ি থেকে না বেরনোর জন্য। এমনকি কোন খাবার বা পণ্য নেওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুরু হয়েছে বাড়ি থেকে কাজ, বন্ধ করে দেওয়া হয়েছে রেস্তোরাঁ ও গণপরিবহন ব্যবস্থা।

Advertisement

তবে চিনের এই জনজীবনের ফলে প্রভাব পড়েছে আন্তঃপ্রদেশ বাণিজ্যে। সে দেশের আর্থিক অগ্রগতি গুরুতর ভাবে ব্যাহত হতে পারে বলে অনুমান বিভিন্ন আন্তর্জাতিক ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানের।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.