Big Breaking: শ্রীলঙ্কার নয়া নির্বাচিত প্রেসিডেন্ট হলেন রনিল বিক্রমসিঙ্ঘে
Connect with us

আন্তর্জাতিক

Big Breaking: শ্রীলঙ্কার নয়া নির্বাচিত প্রেসিডেন্ট হলেন রনিল বিক্রমসিঙ্ঘে

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ঋণের বোঝায় জর্জরিত শ্রীলঙ্কার পরিস্থিতি অগ্নিগর্ভ। জনরোষের মধ্যেই বুধবার শ্রীলঙ্কার নয়া প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘে। 

বুধবার সকালেই শ্রীলঙ্কার সংসদে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। দুই প্রতিদ্বন্দ্বী ডালাস আল্লাহপেরুমা এবং অনুরা দিশানায়ককে হারিয়ে শ্রীলঙ্কার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে রনিল বিক্রমসিঙ্ঘেকেই নির্বাচিত করা হয়।

জানা গিয়েছে, তিনি মোট ১৩৪ টি ভোট পেয়েছেন রনিল। নির্বাচনের ফল ঘোষণার পরই তিনি ধন্যবাদ জানিয়ে বলেন, ”কঠিন পরিস্থিতি শ্রীলঙ্কার। সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। মিলিতভাবে এই সমস্ত প্রতিবন্ধকতা পার করতে হবে।” 

Advertisement

আরও পড়ুন: নৃশংস ঘটনা! একসঙ্গে ২৯টি কুকুরকে হত্যা, প্রতিবাদে তোলপাড় নেটদুনিয়া

এদিকে শ্রীলঙ্কার জনগণ তাঁকে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হিসাবে না চাইলেও, ভোটের হিসাবে আগে থেকেই প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেকটা এগিয়ে ছিলেন রনিল বিক্রমসিঙ্ঘে। ৬ বার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হওয়ার দরুণ একদিকে যেমন রনিল বিক্রমসিঙ্ঘের দেশ শাসনের অভিজ্ঞতা রয়েছে, তেমনই আবার প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের দলের সমর্থন থাকায় প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে ছিলেন তিনি। অবশেষে পাকাপাকি ভাবে এলো সেই সুযোগ। 

প্রসঙ্গত, ভাঁড়ে মা ভবানী দশা। ঋণের দায়ে জর্জরিত শ্রীলঙ্কার পরিস্থিতি অগ্নিগর্ভ। খাদ্যদ্রব্য থেকে জ্বালানি তেল সব কিছুতেই চরম সঙ্কটে ভুগছে ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা।

Advertisement

আরও পড়ুন: অগ্নিগর্ভ শ্রীলঙ্কায় জারি জরুরি অবস্থা, ২০ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন

দেশের অর্থনীতির বেহাল দশার মধ্যেই জনরোষের হাত থেকে বাঁচতে গত বুধবারই দেশ ছেঁড়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। সঙ্কটময় এই রাজনৈতিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘেকে অনির্দিষ্ট কালের জন্য করা হয় কার্যনির্বাহী রাষ্ট্রপতি। এদিকে রনিল রাষ্ট্রপতি হতেই জনরোষ সামাল দিতে শ্রীলঙ্কা জুড়ে জারি করা হয় জরুরি অবস্থা।

Advertisement