আন্তর্জাতিক
আফ্রিকায় নয়া আতঙ্ক, র্যাট ফিভারে মৃত ৩

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনা অতিমারি এখনও অতীত হয়নি। তার মধ্যেই মাঙ্কিপক্স, মারবার্গ ভাইরাস। এবার থাবা বসিয়েছে র্যাট ফিভার। ভাইরাল এই জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ২০ জন।
জানা গিয়েছে, ব্যাকটেরিয়াজনিত এই রোগে ইতিমধ্যে তানজানিয়া (Tanzania) প্রদেশের ২০ জন বাসিন্দা আক্রান্ত হয়েছেন। তার মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। একের পর এক অতি সংক্রামক রোগের দাপটে কাঁপছে আফ্রিকা মহাদেশ।
সূত্রের খবর, গত সপ্তাহেই তানজানিয়া প্রদেশের দক্ষিণ-পূর্বে লিন্ডি অঞ্চলের ২০ জন বাসিন্দার শরীরে অদ্ভুত রোগের লক্ষণ দেখা দেয়। এরপরই পরীক্ষা করে দেখা যায়, ইঁদুরের থেকে তাঁদের শরীরে এই ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়েছে। এরপরই তিনজন আক্রান্তের মৃত্যুর খবর পাওয়া যায়।
আরও পড়ুন: Breaking News: ফ্লাট থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যের ঝুলন্ত দেহ উদ্ধার
জানা গিয়েছে, এই রোগে আক্রান্তের শরীরে প্রথমে ধুম জ্বর আসে। তারপরে নাক দিয়ে গলগল করে রক্তক্ষরণ হতে থাকে। কিডনি বিকল হয়ে যায় আর তারপরই মৃত্যুর কোলে ঢলে পড়েন আক্রান্ত ব্যক্তি। চিকিৎসার পরিভাষায় ব়্যাট ফিভারের নাম ‘লেপটোসপাইরোসিস’ (Leptospirosis) অথবা ‘ওয়েলস’ রোগ (Weile’s)।
পূর্ব আফ্রিকার প্রশাসনের তরফে জানানো হয়েছে, ব্যাকটেয়িয়ায় আক্রান্ত ইঁদুর কোনও খাদ্যদ্রব্যে মুখ দিলে অথবা জলে ইঁদুরের মূত্র পাওয়া গেলে তা বিপজ্জনক হয়ে উঠতে পারে। সেই খাবার কিংবা জল মানুষের শরীরে গেলেই ব়্যাট ফিভারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ। এমনটাই জানাচ্ছেন, পূর্ব আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী উমি মলিমু। তবে তিনি সকলকে আশ্বস্ত করে এও বলেছেন, “আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিকিৎসার মাধ্যমে এই রোগে আক্রান্তদের সারিয়ে তোলা সম্ভব।”
আরও পড়ুন: স্নাতকোত্তর ছাত্রীর গবেষণাপত্রের বিষয় ‘চপশিল্প’! রাজ্য জুড়ে শোরগোল
জানা গিয়েছে, গত সপ্তাহেই তানজানিয়া প্রদেশের দক্ষিণ-পূর্বে লিন্ডি অঞ্চলের ২০ জন বাসিন্দার শরীরে অদ্ভুত রোগের লক্ষণ দেখা দেয়। এরপরই পরীক্ষা করে দেখা যায়, ইঁদুরের থেকে তাঁদের শরীরে এই ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়েছে। এরপরই তিনজন আক্রান্তের মৃত্যুর খবর পাওয়া যায়।