আন্তর্জাতিক
ভারতীয় বিজ্ঞানীদের গবেষণায় এক নতুন গ্রহের খোঁজ

বেঙ্গল এক্সপ্রেস: ভারতীয় বিজ্ঞানীদের একটি দল এমন এক গ্রহর সন্ধান পেয়েছে যেটি বৃহস্পতি গ্রহ থেকেও প্রায় ১৪ লক্ষ গুণ বড়। পিআরএল অর্থাৎ আমেদাবাদ ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরির বিজ্ঞানীরা জানাচ্ছেন যে সৌরজগতের বাইরে থাকা গ্রহটি মহাকাশের ঘনতম গ্রহ।
আরও পড়ুন-গোপন ভিডিও ভাইরালে বিতর্কের মুখে বাংলাদেশের অভিনেতা শরিফুল রাজ
এই বৃহত্তম গ্রহ আবিষ্কারের পিছনে রয়েছে বিজ্ঞানী অভিজিৎ চক্রবর্তীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক মহাকাশ বিজ্ঞানীদের একটি দল। অ্যাস্ট্রোনমি এন্ড অ্যাস্ট্র ফিজিক্স লেটার্স নামে একটি পত্রিকায় এই গবেষণা বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়েছে। এই গবেষণার পিছনে শুধুমাত্র ভারত নয়, ভারতের পাশাপাশি আমেরিকা, জার্মানি এবং সুইজারল্যান্ড এর মত দেশের বিজ্ঞানীরাও রয়েছেন। নতুন যে গ্রহটি আবিষ্কার হয়েছে সেটি আসলে একটি এক্সোপ্ল্যানেট। অর্থাৎ, সৌরজগতের বাইরে থাকা কোন এক বিশাল তারার চারপাশে ঘোরে এই বড় নতুন গ্রহটি।
একেবারে দেশী পদ্ধতিতে পিআরএল অ্যাডভান্স রেডিয়াল ভেলসিটি আবু স্কাই সার্চ স্পেক্টগ্রাফ এর মাধ্যমে রাজস্থানের শৈল শহর মাউন্ট আবুর গুরু শিখন মান মন্দির থেকে এই গ্রহটির ভার মাপা হয়েছে। বিজ্ঞানীরা বলেছেন যে, এই গ্রহটির ভর ১৪ গ্রাম/ঘন সেন্টিমিটার।
এই গ্রহটির নাম দেওয়া হয়েছে “টি ও আই ৪৬০৩” বা এইচডি ২৪৫১৩৪ বি। পৃথিবী থেকে এই গ্রহের দূরত্ব ৭৩১ আলোকবর্ষ। টি ও আই ৪৬০৩ বা এইচডি ২৪৫১৩৪ নামে এক সুবিশাল তারার চারপাশে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে এই নতুন গ্রহটি। একবার সেই তারা কে পুরো প্রদক্ষিণ করতে ওই গ্রহের সময় লাগে ৭.২৪ দিন। এছাড়াও গ্রহটি প্রচন্ড পরিমাণের গরম এবং এটির বাইরেই তাপমাত্রা প্রায় ১৩৯৬ ডিগ্রি সেলসিয়াস রয়েছে।
ভারতের বিজ্ঞানীরা এরকম আরো দুটি এক্সপ্লানেট আবিষ্কার করেছে। আজ অব্দি সৌরজগতের বাইরে পাঁচ হাজারেরও বেশি এই ধরনের এক্সপ্ল্যানেট এর সন্ধান মিলেছে। যেগুলি একে অপরের থেকে প্রকৃতি বৈশিষ্ট্য এবং আবহাওয়া তাপমাত্রা সবদিক থেকে ভিন্ন।