আন্তর্জাতিক
হাভানার অভিজাত হোটেলে বিস্ফোরণ, মৃত অন্তত ২২

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: হোটেলে ধারাবাহিক বিস্ফোরণ। মর্মান্তিক এই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২২ জন। আহতের সংখ্যা ৭০ জনেরও বেশি। শুক্রবার ঘটনাটি ঘটেছে, হাভানার ‘ডাউনটাউন’ নামের একটি অভিজাত হোটেলে।
এই বিষয়ে কিউবার একটি টেলিভিশনকে সাক্ষাৎকার দিতে গিয়ে প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেল বলেন,”অভিজাত হোটেল সারাতোগায় বিস্ফোরণটি গ্যাস লিকের কারণে হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক”
তিনি আরও বলেন, ”কোনও অবস্থাতেই এটি বোমা বা অন্য কোনও শত্রুদের হামলা ছিল না। এটি একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক দুর্ঘটনা।”
আরও পড়ুন: রুশ বাহিনীর লালসার শিকার হচ্ছেন পুরুষরাও, দাবি রিপোর্টে
এদিকে এই ঘটনার পর তিনি রাজধানীর ক্যালিক্সটো গার্সিয়া হাসপাতালে চিকিৎসাধীনদের সঙ্গে দেখা করতে যান। হাসপাতাল থেকে বেরোনোর সময় প্রেসিডেন্ট সংবাদ সংস্থা ‘রয়টার্সকে’ দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ”এটা খুবই দুর্ভাগ্যজনক দুর্ঘটনা। কোনও অবস্থাতেই এটি বোমা বা হামলা ছিল না।”
অন্যদিকে, দেশ-বিদেশের পর্যটকদের কাছে দারুণ আকর্ষণীয় এই হোটেলে বিস্ফোরণের ঘটনায় পর্যটক মহলে খানিকটা হলেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ, ক্যারিবিয়ান দ্বীপের গুরুত্বপূর্ণ ভ্রমণ ক্ষেত্রটি মহামারির সময়ে পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়েছিল।
আরও পড়ুন: মিলছে না ই-ভিসা, কাবুলে ভারতীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ আফগান পড়ুয়াদের
পরবর্তীকালে Covid 19 পরিস্থিতি কিছুটা স্তিমিত হওয়ায় ফের সকলের জন্য খুলে দেওয়া হয় এই দেশের সব পর্যটন ক্ষেত্রগুলি।