আন্তর্জাতিক
হঠাৎ যদি রহস্যজনক ভাবে মারা যায় আমি… কেন এমন বললেন টুইটারের মালিক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত সপ্তাহেই বিশ্বের অন্যতম জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটার(Twitter) কিনে খবরের শিরোনামে এসেছেন তিনি। নানা কারণে প্রায় সময়ই সোশ্যাল ইনফ্লুয়েশিয়াল ব্যক্তিত্বদের তালিকার মধ্যে শীর্ষে থাকেন SpaceX এবং Tesla CEO এলন মাস্ক। সম্প্রতি টুইটার কিনে নেওয়ার পর বেড়েছে সেই প্রবণতা আরও।
মার্কিন ধনকুবের তথা টুইটারের মালিক এলন মাস্ক সোমবার সকালে একটি টুইট করেছেন। যা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ওই টুইটে হঠাৎ করে কী এমন লিখলেন এলন মাস্ক?
এদিন সকালে তিনি একটি টুইট বার্তা পোস্ট করেছেন সেখানে তিনি লিখেছেন, ”হঠাৎ করে রহস্যজনক ভাবে যদি আমার মৃত্যু হয় তবে তা জানতে পারলে আমার ভালোই লাগবে।” মাত্র দু’ঘণ্টা আগে করা এই টুইট নিয়ে জোরচর্চা শুরু হয়ে গিয়েছে নেটপাড়ায়। হঠাৎ কেন এমন পোস্ট করলেন এলন? তা নিয়ে তুমুল হইচই নেটিজেনদের মধ্যে।
আরও পড়ুন: গাধা কখনও জেব্রা হয় না… ইমরান খানের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া
তাঁর এই টুইটের পরই রিটুইট করে অনেকেই জানিয়েছেন, ”দয়া করে আপনি এখনই মারা যাবেন না। গোটা দুনিয়াকে এখনও আপনার রিফর্ম করা বাকি আছে।” অন্য আরেক জন টুইটার ব্যবহারকারী লিখছেন, ” মানবতা আপনার উপর নির্ভর করছে।” অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, তিনি “রহস্যময়” বলতে কী বোঝাতে চেয়েছিলেন তা জানতে চাইছি।”
If I die under mysterious circumstances, it’s been nice knowin ya
— Elon Musk (@elonmusk) May 9, 2022
শুধু নিজের মৃত্যু নিয়ে রহস্যময় পোস্ট নয়। এদিন টুইটারে টুইটারের মালিক এলন মাস্ক আরও জানিয়েছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের পাশে দাঁড়াতে সবরকম ভাবে ফোর্স দিয়ে সাহায্য করা হচ্ছে। পাঠানো হচ্ছে ত্রাণ সামগ্রী।
আরও পড়ুন: অন্ধকারে ডুবে দেশ, দ্বিতীয়বার জরুরি অবস্থা জারি করল শ্রীলঙ্কা
উল্লেখ্য, ইউক্রেনের উপর রাশিয়ার হামলায় ধ্বংস হয়ে গিয়েছে একের পর টেলি যোগাযোগ মাধ্যম। ব্যাহত ইন্টারনেট পরিষেবা। এঈ অবস্থায় ইউক্রেনকে ইন্টারনেট পরিষেবা সচল রাখতে দেওয়া হয়েছে Starlink। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে Starlink পরিষেবা দেওয়া শুরু করা হয়েছে।