দেশের খবর
কংগ্রেস নেতা-কর্মীদের নিরাশ করে বিদেশ চললেন রাহুল গান্ধী, কংগ্রেসের অন্দরেই ক্ষোভ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশের বিরোধী রাজনৈতিক দলের মুখ তিনি। কংগ্রেস সহ প্রত্যেক বিরোধী রাজনৈতিক দল রাহুল গান্ধীকে মুখ করে সর্ব ভারতীয় রাজনীতিতে বিজেপিকে সরাতে চায়। কিন্তু বারবার সেই রাহুল গান্ধীর দায়িত্ববোধ নিয়েই প্রশ্ন ওঠে।
দেশের শাসক দল বিজেপি রাহুল গান্ধীর বিদেশ যাত্রা দেখে তাঁকে পার্ট টাইমার রাজনীতিবিদ বলেছেন। এমনকি কিছুদিন আগেও মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বই গিয়ে রাহুল গান্ধীর ঘন ঘন বিদেশ যাত্রা নিয়ে প্রশ্ন তোলেন। সামনেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। এই নির্বাচন থেকে ঘুরে দাঁড়ানো এবং ঝাঁপিয়ে পড়ার সুযোগ ছিল কংগ্রেসের সামনে। কিন্তু রাহুল গান্ধীর বিদেশ ভ্রমণের খবরে হতবাগ কংগ্রেস নেতা-কর্মীরা। এমনিতেই পাঁচ রাজ্যের মধ্যে পঞ্জাবে কিছুটা সুবিধাজনক অবস্থায় ছিল কংগ্রেস। আগামী ৩ জানুয়ারি রাহুল গান্ধীকে দিয়ে জনসভা করিয়ে নির্বাচনে ঝাঁপাতে চেয়েছিল পঞ্জাব কংগ্রেস। এমনিতেই রাজ্য কংগ্রেসে ব্যাপক গোষ্ঠী কোন্দল।
ক্যাপ্টেন অমরিন্দর সিং দল ছেড়ে বিজেপির সাথে জোট বেঁধেছেন। অন্যদিকে নভজ্যোৎ সিং সিধু এবং মুখ্যমন্ত্রী চান্নির মধ্যে লড়াই সবার জানা। এই সময় রাহুল গান্ধীর সভার মধ্যে দিয়ে সব গোষ্ঠীকে এক জায়গায় বসাতে চেয়েছিল কংগ্রেস। তার প্রস্তুতি শুরু হয়েছিল। চারিদিক ছেয়ে গিয়েছিল রাহুল গান্ধীর এবং কংগ্রেসের পোস্টারে। রাহুল গান্ধী বিদেশ যাওয়ায় নির্বাচনী সভা ৩ জানুয়ারি থেকে পিছিয়ে দেওয়া হবে বলে কংগ্রেস সূত্রে খবর। গোয়া এবং উত্তর প্রদেশেও রাহুল গান্ধীর সভা ছিল। এবার সব পিছিয়ে গেল। অনেকে বলছেন, রাহুল গান্ধীর সঙ্গে বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসও অনেকটাই পিছিয়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।