দেশের খবর
অরুণাচল প্রদেশের ১৫ টি জায়গার নাম বদল করল চিন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের সীমান্তে বিবাদ বাড়তে পারে ভারত এবং চিনের মধ্যে। চিনের কারণে উত্তপ্ত হয়ে উঠতে পারে পরিস্থিতি। খবর পাওয়া গিয়েছে, অরুণাচল প্রদেশের ১৫টি জায়গার নাম বদলের অভিযোগ উঠল চিনের বিরুদ্ধে।
বেজিংয়ের এমন কাণ্ডের তীব্র বিরোধিতা করেছে ভারত। গত বুধবার চিনের সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, অরুণাচলের চিনা নাম জংনান প্রদেশের ১৫টি স্থানের নাম বদল করা হয়েছে। চিনা, তিব্বতি ও রোমান হরফে ওই নামকরণ করা হয়েছে। জানা গিয়েছে, এই ১৫টি স্থানের মধ্যে ৮টি জনবসতি, চারটি পাহাড়, দুটি নদী ও একটি গিরিখাত রয়েছে।
চিনের দাবি, অরুণাচল প্রদেশ দক্ষিণ তিব্বতের অংশ। দেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, ‘আমরা বিষয়টা জেনেছি। এই প্রথমবার নয়। এর আগেও ২০১৭ সালে চিন অরুণাচল প্রদেশের নানা জায়গার নাম বদল করেছে। কিন্তু অরুণাচল প্রদেশ যে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল এবং ভবিষ্যতেও থাকবে, এই সত্যিটা এভাবে নাম বদল করে পাল্টে দেওয়া যাবে না।’