খেলা-ধূলা
বছরের শেষ দিনে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বছরের শেষ দিনেই হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বাড়িতে বসেই উদ্যোগে সেলিব্রেশন করবেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তবে চিকিৎসকের পরামর্শ মেনে আগামী ১৪ দিন তাঁকে বাড়িতে আইসোলেশনে থাকতে হবে।
শুক্রবার দুপুর দু’টো নাগাদ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বেহালার বীরেন রায় রোডের বাড়িতে ফিরলেন সৌরভ। পরনে ছিল নীল চেক শার্ট ও নীল ফেদার জ্যাকেট। হাসপাতালের গেটে উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে লাল গাড়িতে উঠে পড়েন সৌরভ। জ্বর আসায় তাঁর করোনা টেস্ট হয়। করোনা পজেটিভ আসায় গত সোমবার রাতেই তাঁকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই চার দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি। তাঁর চিকিৎসায় তিন সদস্যের একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছিল। কোভিড রিপোর্ট পজেটিভ এলেও, স্বস্তির খবর তাঁর ওমিক্রন রিপোর্ট নেগেটিভ এসেছে।
হাসপাতালে সৌরভকে মনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল থেরাপিও দেওয়া হয়। তাঁর জিনোম সিকোয়েন্সিং পরীক্ষা করা হয়। আজই সেই রিপোর্ট নেগেটিভ আসে। তারপরই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। আপাতত বাড়িতেই কয়েকদিনের বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে বিসিসিআই সভাপতিকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে স্বাভাবিক খাবার খাওয়ার পাশাপাশি ভালো ঘুমও হয়েছে সৌরভের। তাই তাঁর শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই উন্নতি হয়েছে। আগামী কয়েকদিন বাড়িতে নিয়ম মেনে নিভৃতাবাসে থাকলে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলেই জানিয়েছেন চিকিৎসকরা।