National Herald Case: জেরাপর্ব অসম্পূর্ণ, দ্বিতীয় দফায় ED-র দফতরে সনিয়া
Connect with us

দেশের খবর

National Herald Case: জেরাপর্ব অসম্পূর্ণ, দ্বিতীয় দফায় ED-র দফতরে সনিয়া

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ন্যাশনাল হেরাল্ড মামলায় আজ মঙ্গলবার ফের ইডির(ED) দফতরে হাজিরা দেবেন কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী। এর আগে ন্যাশনাল হেরাল্ড মামলায় আর্থিক কেলেঙ্কারির অভিযোগে গত ২১ জুলাই প্রথমবার ইডির দফতরে হাজিরা দেন তিনি।

জানা গিয়েছে, গত ২১ জুলাই প্রথমবার ইডির দফতরে হাজিরা দেওয়ার পর কংগ্রেস সভানেত্রীকে ২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই জিজ্ঞাসাবাদে অনেক তথ্যই মেলেনি বলে মঙ্গলবার ২৬ জুলাই ফের দ্বিতীয় দফায় ED-র দফতরে তাঁকে হাজিরা দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়।

আরও পড়ুন: SERIAL KILLER: মাত্র ৮ বছর বয়সেই ৩ খুন! বিশ্বের সর্বকনিষ্ঠ সিরিয়াল কিলারের তালিকায় বিহারের অমরজিৎ

Advertisement

এদিকে অসুস্থ কংগ্রেস সভানেত্রীকে জিজ্ঞাসাবাদের নামে ইডির দফতরে বারবার ডেকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতাকর্মীরা। যার প্রতিবাদ জানিয়ে এদিনও ফের গান্ধী মূর্তির পাদদেশে সত্যাগ্রহ বিক্ষোভ দেখানোর কথা বলা হয়েছে দলের তরফে। তবে আজকের এই প্রতিবাদ আন্দোলন যাতে শান্তিপূর্ণ ভাবে দেখানো যায় সেদিকেও সচেষ্ট রয়েছে কংগ্রেস নেতৃত্ব।

এদিকে, ন্যাশনাল হেরাল্ড মামলায় আবারও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সামনে পার্টির প্রধান সোনিয়া গান্ধীর উপস্থিতির আগে কংগ্রেস ‘সংসদ থেকে সাদাক’ প্রতিবাদের জন্য প্রস্তুতি নিচ্ছে। মঙ্গলবার সকালে সংসদ ভবনে পার্টি অফিসে বৈঠক করবেন কংগ্রেসের সমস্ত লোকসভার সাংসদরা।

আরও পড়ুন: মোদির রাজ্যে বিষ মদ খেয়ে চার জনের মৃত্যু! আশঙ্কাজনক অনেকেই

Advertisement

এই বিষয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল একটি চিঠি দিয়ে সমস্ত প্রদেশ কংগ্রেস কমিটিকে (পিসিসি) তাদের নিজ নিজ শহরের যে কোনও গান্ধী মূর্তি বা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থানে শান্তিপূর্ণ সত্যাগ্রহ করার অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন: Visvabhrati University: ব্রহ্ম বিশ্ববিদ্যালয়ে কালী নিয়ে আলোচনা সভা, প্রতিবাদে সরব পড়ুয়ারা

অন্যদিকে এই তদন্তটি ন্যাশনাল হেরাল্ড পত্রিকার মালিকানাধীন কংগ্রেস-প্রচারিত ইয়াং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেডের কথিত আর্থিক অনিয়মের সঙ্গে সম্পর্কিত। ইতিমধ্যে কংগ্রেস নেতা ও কর্মীরা অর্থ পাচারের মামলায় সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদের জন্য ইডি-র বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ প্রদর্শন করেছে। কংগ্রেস নেতাকর্মীদের এই বিক্ষোভ আন্দোলন এখনও অব্যাহত রয়েছে!

Advertisement

আরও পড়ুন: Mamata Banerjee : অন্যায় করলে নেতামন্ত্রীদেরও রেয়াত করি না, নাম না করে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের

আরও পড়ুন: খাবার মুখে তুলতেই মাথায় হাত, কেন জানেন…

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.