ত্রিপুরা হয়ে বাংলাদেশে পালানোর আগেই গ্রেফতার ৬ রোহিঙ্গা
Connect with us

বাংলার খবর

ত্রিপুরা হয়ে বাংলাদেশে পালানোর আগেই গ্রেফতার ৬ রোহিঙ্গা

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের ছয় শিশু সহ মোট ১৩ জন রোহিঙ্গাকে গ্রেফতার করল GRP। নিউ জলপাইগুড়ি স্টেশনের জিআরপি সূত্রে জানা গিয়েছে , শুক্রবার জম্মু ও দিল্লি থেকে দু’ভাগে ভাগ হয়ে এনজেপি স্টেশনে পৌঁছেছিল ১৩ জনের এই রোহিঙ্গা দলটি।

শুক্রবার  বিকেলে তাঁরা নিউ জলপাইগড়ি স্টেশন থেকে অসমের ট্রেন ধরার অপেক্ষায় ছিল। ঠিক তখনই  জিআরপি আধিকারিকদের নজরে আসে। এবং তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে রেল পুলিশ।  

শুক্রবার রাতেই তাদের ফরেনার্স অ্যাক্টে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবেদে পুলিশ জানতে পেরেছে অসম থেকে ত্রিপুরা হয়ে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পরিকল্পনা করেছিল তাঁরা। তবে,জানা গিয়েছে  ওই ১৩ জনের দলে ৪-৬ বছর বয়সের ৬ শিশু ছিলো।  এছাড়াও ২ মহিলা সহ ৫ জন পুরুষ রয়েছে। জানা গিয়েছে,  শনিবার তাদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের পুলিশি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাবে।

Advertisement

আরও পড়ুন: ছাত্রের রহস্য মৃত্যু, উত্তেজনা বিশ্বভারতীতে

অন্যদিকে, প্রশাসনের নির্দেশিকা উপেক্ষা করেই লোহার ব্রিজ বানিয়ে চলছিল নদীর চর দখল। অবশেষে প্রশাসনের তৎপরতায় ভেঙে ফেলা হল ওই ব্রিজ। নিউ জলপাইগুড়ি থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছে স্থানীয় রাজগঞ্জের বিডিও গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সেচ দফতরের আধিকারিকদের উপস্থিতিতে বৃহস্পতিবার ওই ব্রিজটি ভেঙে ফেলা হয়।

আরও পড়ুন: ১৭ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন অনুব্রত মণ্ডল

Advertisement

জানা গিয়েছে,  সাহু নদীর চর অবৈধভাবে দখল করে জমি বিক্রির জন্য কিছু অসাধু জমির দালাল নদীর উপর প্রশাসনের নিয়মকে তোয়াক্কা না করে সেতু তৈরি করছিল। এই নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছিল। সম্প্রতি কিছুদিন আগে বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশ হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেন সেচ দফতরের আধিকারিক ও গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ প্রশাসনের আধিকারিকরা। অবশেষে বৃহস্পতিবার রাজগঞ্জ বিডিও,সেচ দফতরের আধিকারীকদের উপস্থিতিতে ও এন জে পি থানা ও আমবাড়ি ফাড়ির সহযোগিতায় বিরাট পুলিশবাহীনির উপস্থিতিতে সেই অবৈধ লোহার ব্রিজ ভেঙ্গে ফেলে প্রশাসন।