বাংলার খবর
West Midnapore: বাড়িতে নেই মালিক, সুযোগ বুঝে ঘর ফাঁকা করল চোরের দল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে, রাতের অন্ধকরে বাড়ির মেন গেটের চাবি ভেঙে বাড়ির ভেতর প্রবেশ করে হাতিয়ে নিয়ে গেল লক্ষাধিক টাকার আসবাবপত্রসহ বেশ কিছু সামগ্রিক।
জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নং ব্লকের ব্রাহ্মণ বসান গ্রামের বিমল সিং নামে এক ব্যাক্তির বাড়িতে ঘটে এই ঘটনা। জানা গিয়েছে, পরিবারের সদস্যরা গত রবিবার আত্মীয়র বাড়িতে অনুষ্ঠান গিয়েছিল। অনুষ্ঠান কাটিয়ে বুধবার সকাল নাগাদ বাড়িতে ফিরে আসেন। বাড়ি এসে তাঁরা দেখেন, বাড়ির মেন গেটের তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। গেট খুলে বাড়িতে প্রবেশ করা মাত্রই চক্ষু চড়ক গাছ পরিবারের সদস্যদের।
আরও পড়ুন: Mamata Banerjee: হিন্দমোটরের মঞ্চ থেকে কর্মসংস্থানের দিশা দিলেন মমতা
লণ্ডভণ্ড বাড়ির রুমগুলি, পরিবারের সদস্যরা বাড়ির ভেতর প্রবেশ করে দেখেন বাড়িতে দুটো টিভির মধ্যে একটি টিভিও নেই। পাশাপাশি খড়্গপুর থেকে খেলায় জেতা পুরস্কার সাইকেল নিয়েও পালিয়েছে চোরের দল।
শুধু তাই নয়, বাড়ির মধ্যে থাকা ডিনার সেট, ওভেন চুল্লি, সহ বাড়ির ভেতর আলমারিতে থাকা কিছু টাকা, একটি ল্যাপটপ সহ কিছু গহনা নিয়ে গিয়েছে চোরের দল। বাড়ির ভেতরে থাকা ডিনার সেট নিয়ে পালিয়ে গেল চোরের দল।
আরও পড়ুন: Uttar Dinajpur News: মারণ ব্যাধিতে আক্রান্ত খুদে, সাহায্যের আর্জি মা-বাবার
এলাকা মানুষদের ধারণা এটা কোন ছিঁচকে চোরের কারবার, তবে চুরি যাওয়া বাড়ির কয়েক কিলোমিটারের মধ্যে সাইকেলটি পাওয়া গেলেও, এখনো পর্যন্ত পাওয়া যায়নি টিভি ল্যাপটপ সহ বিভিন্ন সামগ্রীগুলি।