বিশ্ব বডিবিল্ডিং-এ বাংলার মুকুটে নয়া পালক, মিষ্টার ইউনিভার্স ইন্ডিয়ার সিলভার জয়ী হলেন হুগলীর তরুণ
Connect with us

বাংলার খবর

বিশ্ব বডিবিল্ডিং-এ বাংলার মুকুটে নয়া পালক, মিষ্টার ইউনিভার্স ইন্ডিয়ার সিলভার জয়ী হলেন হুগলীর তরুণ

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ:  বিশ্ব বডিবিল্ডিং-এ মিষ্টার ইউনিভার্স ইন্ডিয়া সিলভার হলেন রিষড়ার সঙ্গীত নাথ। মহারাষ্ট্রের পুনেতে ২০২২ সালের আন্তর্জাতিক বডিবিল্ডিং ফেডারেশনের মিষ্টার ইউনিভার্সের আসর বসে।

চলতি মাসের ১৫-১৭ এপ্রিল এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।  আর সেখানে অংশগ্রহন করে মিষ্টার ইউনিভার্স ইন্ডিয়ার রৌপ্য পদক জিতে নেন বাংলার হুগলী জেলার রিষড়া লক্ষ্মীপল্লীর বাসিন্দা সঙ্গীত নাথ।

আরও পড়ুন: মাথাচাড়া দিচ্ছে মাও-আতঙ্ক, গুলিতে আহত যুবক

Advertisement

জানা গিয়েছে, বছর ২৫-এর সঙ্গীতের একটা সময়ে ভারতীয় আয়কর দফতরের অফিসার হওয়ার স্বপ্ন ছিলো। পরে একটি ব্যাঙ্কে চাকরি মিললেও দেহ সৌষ্ঠবের টানে সেই চাকরি ছাড়েন। ২০০৮ সাল থেকে শুরু করেন কঠিন পরিশ্রম। বর্তমানে নিজের শরীরকে অতুলনীয় করে তুলেছে সে। আর তার ফলস্বরূপ মহারাষ্ট্রে আয়োজিত মিস্টার ইউনিভার্সের আসর থেকে পদক প্রাপ্তি।

আরও পড়ুন: পুজোর আগেই চালু হবে শহরের দুই রুটের ট্রাম পরিষেবা

ওই প্রতিযোগীতায় ১৭০ টি দেশের ১৭০০ জন নামীদামি প্রতিযোগীরা অংশগ্রহন করেন। যদিও বাংলায় এর আগে মনোতোষ রায়, বিশ্বশ্রী মনোহর আইচ এবং সৌম দাস মিস্টার ইউনিভার্স হয়েছেন। দেশী বিদেশী প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে স্বামীর এই প্রাপ্তিতে খুশি সঙ্গীতের স্ত্রী-ও। শুধু তাই নয় সঙ্গীত জীবনে আরও এগিয়ে যাক বিদেশে গিয়েও সাফল্য আনুক চাইছেন তাঁর স্ত্রী অনিষা পাল নাথও।  

Advertisement