রাজনীতি
মাথাচাড়া দিচ্ছে মাও-আতঙ্ক, গুলিতে আহত যুবক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: চুড়ান্ত সতর্কতার মধ্যে মাওবাদীদের নামাঙ্কিত পোস্টার পাওয়ার পাশাপাশি গুলি চলল ঝাড়গ্রামের চন্দ্রীর ৬ নম্বর জাতীয় সড়কে। গুলিতে আহত এক বাইক চালক। আহত যুবকের নাম সুদীপ মহাপাত্র (২৪)।
জানা গিয়েছে, গুলিতে আহত সুদীপকে প্রথমে মোহনপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা। কিন্তু তাঁর অবস্থা গুরুতর হওয়ায় পরে তাঁকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ওই আহত যুবক বাইক চালিয়ে গোপীবল্লভপুর থেকে লোধাশুলি আসছিল। সেই সময় জাতীয় সড়কের চন্দ্রী নামক জায়গায় এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: ত্রিপুরা হয়ে বাংলাদেশে পালানোর আগেই গ্রেফতার ৬ রোহিঙ্গা
অভিযোগ, অন্য একটি বাইকে আরও দুজন এসে তাঁকে খুব কাছ থেকে গুলি করে। গুলিতে আহত ওই যুবক মাটিতে পড়ে গেলে, আক্রমণকারীরা তাঁর বাইকটি ও টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ। শুরু হয়েছে জোরদার তদন্ত।
আরও পড়ুন: মোদি-মমতা কথা, চলতি এপ্রিলেই দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী
এদিকে আক্রমণকারীদের খোঁজে বিভিন্ন থানায় ওই বাইকের নম্বর দিয়েছে পুলিশ। মাওবাদী নামাঙ্কিত পোস্টার পাওয়ার পাশাপাশি এই ধরনের ঘটনায় ফের নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ কড়া নজরদারি শুরু করেছে বিভিন্ন এলাকায় শুধু তাই নয়, এই ঘটনার পিছনে কে বা কারা আছে তা খতিয়ে দেখছে পুলিশ।