বাংলার খবর
বৌকে চা বানাতে বলে রেললাইনে গলা দিলেন স্বামী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বাড়িতে বসে কম্পিউটার নিয়ে কাজ করছিলেন। বৌকে চা খাওয়ার কথাও বলেন যুবক। কিন্তু মুহুর্তের মধ্যে বদলে গেল ছবিটা। টোটো চেপে চন্দননগর রেল স্টেশনে গিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম শুভদীপ দাস(৩০)। চন্দননগর হাট খোলার দৈবক পাড়ার বাসিন্দা সে। তবে কেন বা কি কারনে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন: Parliament Monsoon Session: সংসদে বিশৃঙ্খলার অভিযোগ, সাসপেন্ড তৃণমূলের ৩ সাংসদ
মৃত যুবকের বাবা প্রদীপ দাস জানিয়েছেন, কীভাবে এমন ঘটনা ঘটল তা নিয়েই বুঝেই উঠতে পারছেন না।জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর নাগাদ ডাউন থ্রু বর্ধমান লোকালের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয় শুভদীপ দাস। এই ঘটনায় স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। ঘটনায় কিছুক্ষণের জন্য স্টেশন চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। পরে রেল পুলিশ ও হুগলি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
অন্যদিকে, পাঁশকুড়া স্টেশনের সামনে পাঁশকুড়া থেকে কনকপুরের দিকে রেললাইন পেরোতে গিয়ে অসাবধানতা বসত ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক যুবকের। যদিও এখনও পর্যন্ত ওই যুবকের পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: Rule Change: ১ অগস্ট থেকে বদল আসতে চলেছে এই পরিষেবাগুলির! জানুন…
এ নিয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কানে হেডফোন নিয়ে রেললাইন পেরানোর সময় অসাবধানতার জন্যই এই দুর্ঘটনাটি ঘটে। তবে ঘটনাস্থলে এই মুহূর্তে জিআরপিএফ পুলিশ গিয়ে মৃত দেহকে উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য।
আরও পড়ুন: ২০৫০ সালের মধ্যে চিনের জনসংখ্যা ২.২ শতাংশ কমবে, দাবি রিপোর্টে!
আরও পড়ুন: খাবার মুখে তুলতেই মাথায় হাত, কেন জানেন…
আরও পড়ুন: Nadia News: পড়ুয়াদের প্রযুক্তি বিদ্যার পাঠ দিতে প্রাথমিকেই কম্পিউটার চালু