বাংলার খবর
Howrah Dengue: বর্ষার মরশুমে ডেঙ্গির উপদ্রব ঠেকাতে তৎপর প্রশাসন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বর্ষার মরশুম শুরু হতেই হাওড়ার ডোমজুড়ের বেশ কয়েকটি এলাকায় ডেঙ্গির প্রকোপ বেড়েছিল। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ডেঙ্গি ও নিউমোনিয়া প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নিয়েছে।
প্রশাসনিক কর্তরা ইতিমধ্যেই ডোমজুড়ের বিভিন্ন এলাকায় নিকাশি নালা পরিস্কার সহ ব্লিচিং পাউডার ছড়ানো থেকে শুরু করে মশা মারার স্প্রে ছড়িয়েছে। মানুষদের সচেতন করতে বিভিন্ন প্রচারমূখী কর্মসূচীও পালন করছেন তাঁরা। কর্মসূচী এখনও জারি আছে।
আজ মঙ্গলবার হাওড়ার ডোমজুড়ের পাঁচটি ব্লকে হচ্ছে জনসচেতনতা মূলক শিবির। প্রশাসনিক কর্তাদের মতে এই কর্মসূচিতে সাধারন মানুষদের যুক্ত করতে হবে। কারণ, বাসিন্দারা যদি নিজেরা সচেতন থাকে তাহলে ডেঙ্গু ও নিউমোনিয়া থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু অনেক সময় মানুষের অসচেতন মনোভাবের জন্যই এই সমস্ত রোগ মাথাচাড়া দিচ্ছে।
আরও পড়ুন: MonkeyPox Case: উদ্বেগ বাড়াছে মাঙ্কিপক্স, সব হাসপাতালকে প্রস্তুত থাকার নির্দেশ যোগীর
আজ মঙ্গলবার হাওড়ার ডোমজুড়ের পাঁচটি ব্লকে প্রশাসনিক উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে সচেতনতা শিবির। জানা গিয়েছে আজ হাওড়ার ডোমজুড়ের পাঁচটি ব্লকে স্বাস্থ্য দপ্তরের একটি প্রতিনিধি দল সিএমওএইচ ও ডিএমওএইচ এর উপস্থিতিতে এই শিবির অনুষ্ঠিত করছে।
আরও পড়ুন: Rule Change: ১ অগস্ট থেকে বদল আসতে চলেছে এই পরিষেবাগুলির! জানুন…
ডোমজুড়ের প্রশস্ত, কাটলিয়া, শলপ , বলুহাটীসহ পাঁচটি ব্লকে শুরু হবে এই শিবির। ইতিমধ্যেই হাওড়ার ডোমজুড়ের প্রশস্তে শুরু হয়ে গিয়েছে এই শিবির। মোটকথা প্রশাসনিক এই তৎপরতায় খুশি এলাকার মানুষ। আগামী দিনেও এই কর্মসূচি জারি থাকবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন: জ্বালানির ঘাটতি, দফায় দফায় লোডশেডিং-র সিদ্ধান্ত সরকারের
আরও পড়ুন: ব্যাঙ্ক বিক্ষোভ দমন করতে তিন দশক পর চিনের রাজপথে নামল ট্যাঙ্ক
আরও পড়ুন: অবাধ যৌনতায় ছাড় মাদক সেবনকারী পর্যটকদের প্রবেশে ‘না’, আমস্টারডামে নয়া ফতোয়া